বুমরাহর ফেরার দিনে ভারতের জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
২০ ঘন্টা আগে
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানে হারিয়েছে ভারত। এই ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৯ করেছিল আয়ারল্যান্ড। তবে বৃষ্টির কারণে ৬.৫ ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি ভারত। সে সময় তাদের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ৪৭।
এরপর বৃষ্টি আর না থামলে ভারতকে জয়ী ঘোষণা করেন আম্পায়াররা। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জসপ্রিত বুমরাহ। ফেরার ম্যাচেই বল হাতে চমক দেখিয়েছেন ভারতীয় এই পেসার। ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

তার সঙ্গে দুটি করে উইকেট নিয়েছে প্রসিধ কৃষ্ণা ও রবি বিষ্ণই। একটি উইকেট পেয়েছেন আর্শদীপ সিং। ভারতীয়দের আঁটসাঁট বোলিংয়ের কারণেই ১৪০ এর কোটা পার হতে পারেনি আইরিশরা। দলীয় ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়েছিল আয়ারল্যান্ড।
রিতুর ব্যাটে বাংলাদেশের রেকর্ড গড়া জয়
১৩ এপ্রিল ২৫
প্রথম ওভারেই অ্যান্ড্রু বালবির্নি (৪) ও লরকান টাকারকে (০) ফেরান বুমরাহ। বেশিক্ষণ টিকতে পারেননি হ্যারি টেক্টরও। তিনি আউট হন ৯ রান করে। পল স্টার্লিং ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ১১ রান করেই ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার।
শেষিদকে কার্টিস ক্যাম্ফার ৩৩ বলে ৩৯ ও ব্যারি ম্যাকার্থীর অপরাজিত ৩৩ বলে ৫১ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় আয়ারল্যান্ড। হাতের মুঠোয় লক্ষ্য পেয়ে বেশ ভালোই শুরু পেয়েছিল ভারত। ওপেনিং জুটিতে ৪৬ রান যোগ করেন ইয়াসভি জায়সাওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়।
জায়সাওয়াল ২৪ রান করে ক্রেইগ ইয়ংয়ের বলে স্টার্লিংয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন। আইরিশ এই পেসার পরের বলে ফিরিয়েছেন তিলক ভার্মাকে। এরপর স্যামসন নেমে ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন বৃষ্টির আগ পর্যন্ত। ১৬ বলে ১৯ রান করে তার সঙ্গী ছিলেন রুতুরাজ।