রোহিতকে ‘বাজবল’ অনুসরণ করতে বলছেন কপিল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়াংখেড়েতে নিজের নামে স্ট্যান্ড দেখে আপ্লূত রোহিত
২০ ঘন্টা আগে
ইংল্যান্ডের আগ্রাসী টেস্ট ক্রিকেটের ধরন মনে ধরেছে কপিল দেবের। ভারতকে প্রথমবার বিশ্বকাপ এনে দেয়া এই কিংবদন্তির চাওয়া রোহিত শর্মাও যেন এভাবেই আগ্রাসী মেজাজে টেস্ট খেলতে নামেন। রোহিতকে 'বাজবল' অনুসরণ করতে বলছেন কপিল।
ব্রেন্ডন ম্যাককালাম হেড কোচ এবং বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর থেকেই টেস্টে 'বাজবল' খেলছে ইংল্যান্ড। এতে কার্যকরী ফলও পাচ্ছে তারা। এমনকি সর্বশেষ অ্যাশেজেও অস্ট্রেলিয়ার বিপক্ষে আগ্রাসী মেজাজে খেলে ইংল্যান্ড।

প্রথম দুই ম্যাচ হারলেও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সিরিজ ২-২-এ ড্র করেছে তারা। ওল্ড ট্রাফোর্ড টেস্ট যদি বৃষ্টিতে ভেসে না যেত তাহলে অ্যাশেজ হয়তো ধরে রাখা সম্ভবই হতো না অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের এমন মনোভাব পছন্দ হয়েছে কপিলের।
তিনি বলেন, ‘বাজবল দারুণ। সর্বশেষ অ্যাশেজ সাম্প্রতিক সময়ে আমার দেখা অন্যতম সেরা সিরিজ। আমার মনে হয়, এভাবেই ক্রিকেটটা খেলা উচিত। রোহিত আক্রমণাত্মক, তবে তাকে আরও বেশি আক্রমণাত্মক হতে হবে। ইংল্যান্ডের মতো দল যেভাবে খেলে, সেভাবেই খেলার কথা ভাবা উচিত।’
অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভারতের সম্ভাবনা কেমন সেটা নিয়েও মন্তব্য করেছেন কপিল। তার মতে, সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করতে হবে ভারতকে।
তিনি আরও বলেন, ‘সবার আগে শীর্ষ চারে যেতে হবে। এরপর যেকোনো কিছু হতে পারে। চোটের কারণে ভারতের প্রস্তুতিতে সমস্যা হচ্ছে। চোট ক্রিকেটারদের ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ। তবে আমি মনে করি, ভারতীয় দল অনেক বেশি ক্রিকেট খেলছে।’