promotional_ad

২০১৯ বিশ্বকাপে কোহলিকে চারে চেয়েছিলেন শাস্ত্রী

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ বিপদে ফেললেও শাস্ত্রীর কাছে ভারত-পাকিস্তানই এগিয়ে

১৪ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই গ্রুপে ভারত ও পাকিস্তান, ফাইল ছবি

ইনজুরির কারণে এই মুহূর্তে ভারত দলের বাইরে আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অন্য ক্রিকেটাররা সুযোগ পেলেও মিডল অর্ডারে সেভাবে নিজেদের অবস্থান জানান দিতে পারছেন না। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন রবি শাস্ত্রী। আর তাই দলের ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে বিরাট কোহলিকে তিনে না খেলিয়ে চারে খেলানোর পরামর্শ দেন দলটির সাবেক এই হেড কোচ। এমনকি ২০১৯ বিশ্বকাপেও কোহলিকে চারে চেয়েছিলেন শাস্ত্রী।


ইনজুরির কারণে এই মুহূর্তে ভারতীয় দলের বাইরে আছেন শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল এবং ঋষভ পান্ত। লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন এই তিন পরীক্ষিত মিডল অর্ডার ব্যাটার। এদের ছাড়া সেভাবে সুবিধা করতে পারছে না ভারত।


promotional_ad

এই সময়টায় সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসনদের নিয়ে মিডল অর্ডারের পরীক্ষা-নিরিক্ষা চালালেও বারবারই হতাশ হতে হচ্ছে ভারতকে। সূর্যকুমার, স্যামসনরা টি-টোয়েন্টিতে বেশ সিদ্ধহস্ত হলেও ওয়ানডেতে দলকে এখনও তাদের কেউই আশার আলো দেখাতে পারেননি। আর তাই কোহলিকে চার নম্বরে চান শাস্ত্রী, ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন ২০১৯ সালের বিশ্বকাপে।


আরো পড়ুন

উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল

১৮ এপ্রিল ২৫
অনুশীলনে কেন উইলিয়ামসন

শাস্ত্রী বলেন, 'বিরাটের যদি চার নম্বরে ব্যাটিং করা লাগে তাহলে দলের স্বার্থে সে সেটাই করবে। আমিও একবার এমনটা ভেবেছিলাম। এমনকি গত দুটি বিশ্বকাপেও। যখন আমি ২০১৯ সালে দলের কোচ ছিলাম। আমি তখন ভেবেছিলাম এটা নিয়ে এমএসকের (প্রাসাদ, তৎকালীন নির্বাচক প্রধান) সঙ্গে কথাও বলেছিলাম। উপরের শক্তিশালী লাইনআপ ভাঙার জন্য আমি তাকে চারে চেয়েছিলাম।'


'যদি আমরা শুরুতে দুই বা তিন উইকেট হারাই তাহলেই আমরা শেষ হয়ে যাব। এটা ছিল প্রমাণিত। আর আপনি যদি বিরাট কোহলির চার নম্বরের রেকর্ড দেখেন তাহলে দেখবেন এই পজিশনে সে যথেষ্ট ভালো খেলেছে।'


ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৯ বার চার নম্বরে নেমেছেন কোহলি। এই পজিশনে ৫৫.২১ গড় এবং ৯০.৬৬ স্ট্রাইক রেটে এক হাজার ৭৬৭ রান করেছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball