promotional_ad

টেস্ট ক্রিকেট থেকে অবসরে হাসারাঙ্গা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বর্ষসেরার মনোনয়ন পেলেন ৮ ক্রিকেটার

২৯ ডিসেম্বর ২৪
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের জন্য মনোনয়ন পেয়েছেন ৮ ক্রিকেটার

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ইতোমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই অলরাউন্ডার। তার সিদ্ধান্ত মেনেও নিয়েছে এসএলসি।


সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা রিস্ট স্পিনার হিসেবে সুনাম আছে হাসারাঙ্গার। বিশ্বজুড়ে অনেকগুলো লিগেই খেলেছেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার। নিজের অবসর নিতে চাওয়ার কারণ জানিয়ে এসএলসি'র কাছে চিঠি পাঠিয়েছিলেন তিনি।


promotional_ad

যেখানে জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে আরও বেশি মনোযোগ দিয়ে খেলার জন্যে টেস্ট ক্রিকেট ছাড়ার ইচ্ছার কথা লিখেছেন তিনি। যদিও লঙ্কান মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের সীমিত ওভারের ম্যাচগুলোর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে নিয়মিত খেলতে পারার জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


আরো পড়ুন

যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা

১৭ ঘন্টা আগে
বাংলাদেশ যুব দল, বিসিবি

২৬ বছর বয়সী এই অলরাউডার শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত চারটি টেস্ট ম্যাচই খেলেছেন। শেষবার জাতীয় দলের হয়ে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন ২০২১ সালে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে শেষবার খেলতে দেখা গিয়েছিল তাকে।


ম্যাচটিতে উইকেট নিতে পারেননি হাসারাঙ্গা। এরপর আর টেস্ট ক্রিকেটে দেখা যায়নি তাকে। এই সংস্করণে সফলও বলা যায় না তাকে। তবে গত কয়েক বছরে নিয়মিত ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা গেছে হাসারাঙ্গাকে।


চার ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৯৬ রান সংগ্রহ করেন হাসারাঙ্গা। সাত ইনিংস ব্যাটিং করে কেবল একটি হাফ সেঞ্চুরি করতে পেরেছেন তিনি। বল হাতে চারটি উইকেট নিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball