promotional_ad

হৃদয়হীন জাফনার টানা দুই হার, জিতল সাকিবের গল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এলপিএল থেকে বিলুপ্ত তাসকিন-হৃদয়দের সাবেক ফ্র্যাঞ্চাইজি

৩০ এপ্রিল ২৫
তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শুরু থেকেই জাফনা কিংসকে প্রায় প্রতি ম্যাচেই টেনেছেন তাওহীদ হৃদয়। এই টাইগার ব্যাটার দলটির হয়ে ৬ ম্যাচে ১৫৫ রান করেছেন তিনি। প্রায় প্রতিটি ম্যাচেই তার ব্যাট হেসেছে। বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিতে এরই মধ্যে এলপিএল ছেড়েছেন হৃদয়।


এরপর দুই ম্যাচ খেলে দুটিতেই হারের মুখ দেখেছে জাফনা। রবিবার তারা গল টাইটান্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে।এই ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৮৯ রানে অল আউট হয়েছিল জাফনা। জবাবে খেলতে নেমে ৩৯ বল হাতে রেখেই জয় পেয়েছে গল।


promotional_ad

এ নিয়ে ৮ ম্যাচ খেলে ৩টিতে হারল জাফনা। পয়েন্ট টেবিলে এখনও তারা অবস্থান করছে তিন নম্বরে। এই ম্যাচে মিতব্যয়ী বোলিং করলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়েছিলেন তিনি। এরপর অবশ্য ব্যাট হাতে নেমে ফিরেছেন মাত্র ২ রান করে।


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ‘উচ্ছ্বসিত’ সাকিব

১১ ঘন্টা আগে
লাহোর কালান্দার্সের জার্সিতে সাকিব আল হাসান

এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে জাফনা। এই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিশান মাদুশকা ২ ও ক্রিস লিন আউট হয়েছেন ৪ রান করে। রানের খাতাই খুলতে পারেননি রহমানউল্লাহ গুরবাজ ও শোয়েব মালিক। 


ডেভিড মিলার ৫ ও আসেলা গুনারত্নে আউট হন ৭ রান করে। মিডল অর্ডারে ৩১ বলে ২২ রানের ধৈর্যশীল ইনিংস খেলেছেন দুনিথ ওয়ালালাগে। শেষদিকে থিসারা পেরেরার ৯ বলে ১৩, মাহিশ থিকশানার অপরাজিত ২৩ বলে ১৩ রানের অপরাজিত ইনিংসে ৮৯ পর্যন্ত পৌঁছাতে পারে জাফনা। 


দিলশান মাদুশঙ্কা ২৯ বলে ১২ রান করেন। গলের সবচেয়ে সফল বোলার কাসুন রাজিথা। তিনি ২০ রানে ৪ উইকেট পেয়েছেন। ২টি করে উইকেট নেন লাহিরু কুমারা ও তাবরাইজ শামসি। মামুলি লক্ষ্যে খেলতে নেমে ভানুকা রাজাপাকশে ও টিম সেইফার্ট মিলে ৩৪ রান যোগ করেন ওপেনিংয়ে।


ভানুকা আউট হয়েছেন ১৫ রান করে। এরপর চ্যাড বাউসকে নিয়ে ৫১ রান যোগ করেন সেইফার্ট। কিউই এই ব্যাটার ৪২ বলে ৫৫ রানের দারুণ ইনিংস খেলেছেন। তিন নম্বরে নেমে ব্যর্থ হয়েছেন সাকিব। তবে দাসুন শানাকাকে নিয়ে বাউস জিতিয়ে মাঠ ছেড়েছেন গলকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball