promotional_ad

ফেরার স্বপ্ন দেখছেন পূজারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৮ ঘন্টা আগে
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল ভারত। দল হিসেবে অজিদের সামনে লড়াই করতেই ব্যর্থ হয়েছিল রোহিত শর্মার দল। যদিও এই ব্যর্থতার ফলে বলির পাঁঠা করা হয়েছিল চেতেশ্বর পূজারাকে।


এই সিরিজের পরই এই ব্যাটারকে সাদা পোশাকের দল থেকে বাদ দেয় ভারত। তাকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছেন রোহিতরা। যদিও এই সময় বসে থাকেননি পূজারা। তিনি কাউন্টিতে খেলছেন সাসেক্সের হয়ে। কাউন্টিতে ওয়ানডে কাপে এরই মধ্যে চার ম্যাচে ৩০৬ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ১৫১।


promotional_ad

এই পারফরম্যান্স দিয়েই আবার প্রত্যাবর্তনের আশায় আছেন তিনি। এর আগেও দল থেকে বাদ পড়ার ইতিহাস আছে পূজারার। ১৩ বছরের ক্যারিয়ারে ৪বার দল থেকে বাদ পড়েছেন তিনি। নিজের অতীতকে তাই অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন ভারতীয় এই ব্যাটার।


আরো পড়ুন

রিতুর ব্যাটে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

১৩ এপ্রিল ২৫
আইসিসি

সমারসেটের বিপক্ষে শুক্রবারও হেসেছে পূজারার ব্যাট। অপরাজিত ১১৭ রান করেছেন তিনি। আগের ম্যাচে ডার্বিশায়ারে বিপক্ষে ৫৬ রান করা পূজারা নর্দাম্পটনশায়ারের বিপক্ষে অপরাজিত ছিলেন ১০৬ করে। ব্যাট হাতে এমন পারফর্মেন্স দারুণ অনুপ্রেরণা পাচ্ছেন তিনি।


এ প্রসঙ্গে পূজারা বলেন, 'দেখুন আমি সবসময় চেষ্টা করি আমি যা পারি তা নিয়ন্ত্রণ করতে। আমি যে ম্যাচেই খেলি তাতে যতটা সম্ভব বেশি রান করার চেষ্টা করি। আমি এখন পরিকল্পনায় আছি, আমি আশাকরি যখনই বেশি রান করা শুরু করবো, তখনই আমি দলে ফিরে আসতে পারব।'       


গত বছর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে বাদ পড়েছিলেন তিনি। ফিরতে অবশ্য সময় নেননি। কাউন্টিতেই সাসেক্সের হয়ে ১০৯৪ রান করে জাতীয় দলে আবারও ফেরেন তিনি। তবে এবার ব্যাপারটা একটু ভিন্ন, বয়সটা যে ৩৫, পাশাপাশি দলে ইয়াসভি জায়সাওয়াল, শুভমান গিলদের মত তরুণরাও জায়গা করে নিচ্ছেন।     


কদিন আগেই পূজারার ফেরা নিয়ে সাবেক ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার বলেছিলেন, ‘হ্যাঁ, সে কাউন্টি ক্রিকেট খেলছে। প্রচুর লাল বলের ক্রিকেট খেলেছে, তাই সে জানে এটি কি। মানুষ চল্লিশ বা ৩৯ বছর বয়স পর্যন্ত খেলতে পারে। এতে কোনও ভুল নেই কারণ তারা সকলেই খুব ফিট। যতক্ষণ আপনি রান করছেন এবং উইকেট নিচ্ছেন, আমি মনে করি না বয়স একটি ফ্যাক্টর হওয়া উচিত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball