তিলকের বিশ্বকাপ খেলার নিশ্চয়তা দিতে পারছেন না রোহিত

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিলক-হার্দিকের ঝড় থামিয়ে ওয়াংখেড়েতে জিতল বেঙ্গালুরু
৭ এপ্রিল ২৫
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে নিজের প্রতিভাবার প্রমাণ রাখছেন তিলক ভার্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক সিরিজে এখন পর্যন্ত উজ্জ্বল তরুণ এই ব্যাটার। দাপুটে পারফরম্যান্সে রবিচন্দ্রন অশ্বিন-ওয়াসিম জাফরদের মন জিতে নিয়েছেন তিলক। যার ফলে মিডল অর্ডারের সমস্যা সমাধানে তাকে বিশ্বকাপ দলেও চেয়ে বসেছেন তারা। যদিও তিলকের বিশ্বকাপ খেলার নিশ্চয়তা দিতে পারছেন না রোহিত শর্মা।
আইপিএলের সবশেষ দুই আসর মাতিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিলক। গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ৪২.৮৮ স্ট্রাইক রেটে বাঁহাতি এই ব্যাটার করেছেন ৩৪৩ রান। ২০২৩ আইপিএলে তার স্ট্রাইক রেট ছিল ১৬৪.১১।

এমন পারফরম্যান্সের পরই ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিলক। সুযোগ পেয়ে সেটা দারুণভাবে কাজেও লাগিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন ২২ বলে ৩৯ রান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিলক খেলেছেন ৫১ রানের দুর্দান্ত ইনিংস।
ওয়াংখেড়েতে নিজের নামে স্ট্যান্ড দেখে আপ্লূত রোহিত
১৯ এপ্রিল ২৫
পরের ম্যাচে সূর্যকুমার যাদব সব আলো কেড়ে নিলেও দুর্দান্ত ব্যাটিং করেছেন তিলক। ৩৭ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে ভারতের জয়ে অবদান রাখেন তিনি। এমন পারফরম্যান্সের পরই তিলককে বিশ্বকাপ দলে রাখার দাবি তুলেন জাফর ও অশ্বিন। এমনকি তিলকের পক্ষে বাজিও ধরতে চেয়েছেন জাফর।
তিলকের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে রোহিত বলেন, ‘তাকে (তিলক) প্রতিশ্রুতিশীল দেখাচ্ছে। আমি তাকে দুই বছর ধরে দেখছি এবং তার মাঝে সেই ক্ষুধাটা আছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তার মাঝে আমি একটা বিষয় দেখেছি এই বয়সে সে যথেষ্ট পরিপক্ক। সে তার ব্যাটিং নিয়ে বেশ ভালো জানে।’
‘যখন আমি তার সঙ্গে কথা বলি তখন বুঝতে পারি ছেলেটা তার ব্যাটিংটা জানে। কোথায় হিট করতে হবে এবং কোন সময় করতে হবে। তাকে নিয়ে আমি একটুই বলতে পারি। আমি আসলে বিশ্বকাপ নিয়ে জানি না। কিন্তু অবশ্যই ছেলেটার মাঝে প্রতিভা আছে এবং সে কয়েকটি খেলাতেই তা দেখিয়েছে। সে ভারতের হয়ে খেলেছে।’
২০২২ সাল থেকে রোহিতের অধীনে মুম্বাইয়ের জার্সিতে খেলছেন তিলক। যেখানে অভিজ্ঞ রোহিতের কাছে অনেক পরামর্শ পেয়েছেন তরুণ এই ব্যাটার। কদিন আগে জানিয়েছেন ভারত ও মুম্বাইয়ের অধিনায়কের পরামর্শ মেনে চলার চেষ্টা করছেন তিনি।