promotional_ad

মানুষের কথায় কান না দিয়ে নিজের সামর্থ্যে আত্মবিশ্বাসী কোহলি

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কোহলির রেকর্ডের দিনে বেঙ্গালুরুর আরেকটি জয়

৭ ঘন্টা আগে
বেঙ্গালুরুর জয়ের পর কোহলির সঙ্গে হাত মেলাচ্ছেন আর্শদীপ সিং, আইপিএল

ভারতের কতশত সাফল্যের কারিগর বিরাট কোহলি। তবুও মাঝে কয়েক বছর সেঞ্চুরি না পাওয়ায় পড়তে হয়েছিল সমালোচনার মুখে। ক্রমশই কোহলির ব্যর্থতায় প্রশ্ন তোলা হয়েছে দলে জায়গা পাওয়া নিয়েও। যদিও সেসব থেকে বেরিয়ে এসেছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। খারাপ সময়ে অনেক কথা হলেও এসবে একেবারেই কান না দিয়ে বরং নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখছেন কোহলি।


বর্তমান সময়ের সেরা ব্যাটারদের একজন হিসেবে ধরা হয় কোহলি। অনেকে তো শচীন টেন্ডুলকারের চেয়েও এগিয়ে রাখেন। যদিও এ নিয়ে দ্বিমত আছে অনেকের। তবে কোহলিকে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। শচীনের সঙ্গে তুলনাই যেন তার সবচেয়ে বড় প্রমাণ।


promotional_ad

ব্যাট হাতে লম্বা সময় ধরেই বিশ্ব ক্রিকেট শাসন করছেন কোহলি। রান তাড়ায় ডানহাতি এই ব্যাটার যেন অন্য সবার থেকে আলাদা। হয়ে উঠেছিলেন চেজ মাষ্টার। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পেরিয়ে গেছেন আগেই। সেঞ্চুরিও আছে ৭৬টি। পেছনে ফেলেছেন রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক কিংবা কুমার সাঙ্গাকারার মতো তারকা ক্রিকেটারদের।


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল শচীনের। তবুও ২০১৯ সাল থেকে খানিকটা খারাপ সময়ের মাঝে দিয়ে গেছেন কোহলি। হাজারদিনের বেশি সময় সেঞ্চুরি না পাওয়ায় তাকে নিয়ে কটু কথার কমতি ছিল না। সেসময় অবশ্য নুয়ে না পড়ে এগিয়ে গেছেন ভারতের সাবেক অধিনায়ক। মাঠের অর্জন এগিয়ে যাওয়ার চালিকা শক্তি হিসেবে কাজ করেছে বলে জানান তিনি।


কোহলি বলেন, ‘একজন ব্যক্তি হিসাবে আমাকে যেটা সত্যিকার অর্থে সংজ্ঞায়িত করে, সেটা হলেও চুপ থেকে নিজেকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করা। মানুষের সবসময় মতামত এবং রায় থাকবে, কিন্তু আমি শিখেছি বিশ্বাস রাখতে নিজের ক্ষমতা এবং আত্মবিশ্বাসের উপর। এটাই ক্রিকেটের মাঠে আমার সব অর্জনের পেছনের চালিকা শক্তি হিসেবে কাজ করেছে।’


কোহলি অবশ্য ফিরেছেন নিজের মতো করেই। নিজেকে প্রস্তুত করছেন আরও কয়েক বছর বিশ্ব ক্রিকেট শাসন করার জন্য। কদিন আগেও টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। নিয়মিত রানের মাঝে থাকা বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে তাকে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে ক্যারিয়ারের উত্থান পতনের মধ্যেও কিভাবে নিজের আত্মবিশ্বাস ধরে রেখেছেন সেটা জানিয়েছেন এই ব্যাটার।


তিনি বলেন, ‘আমি আমার অতীতের সাফল্য এবং শিক্ষা থেকে অনুপ্রেরণা পাই। আমি যখন আমার সেরা ফর্মে ছিলাম, সেই মূহুর্তগুলোর ??েরা এবং খারাপ দিক বিবেচনা করি। যা আমাকে একজন খেলোয়াড় হিসাবে বেড়ে উঠতে সাহায্য করে। প্রতিটি বাধাই আমার জন্য আরও শক্তিশালী হয়ে ফিরে আসার সুযোগ তৈরি করে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball