মরকেলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল লক্ষ্ণৌ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ম্যাচের আগে ভারতের ক্যাম্প ছেড়ে সাউথ আফ্রিকায় মরকেল
১৮ ফেব্রুয়ারি ২৫
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মর্নে মরকেল। ফলে আরও এক বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এই ফ্র্যাঞ্চাইজিটির পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে এই সাউথ আফ্রিকানকে।
এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি। নিজেদের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে কিছুদিন আগে ছেড়ে দিলেও মরকেলের সঙ্গে খুশি মনেই চুক্তি নবায়ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বর্তমানে লক্ষ্ণৌর নতুন হেড কোচের দায়িত্বে আছেন জাস্টিন ল্যাঙ্গার। জানা গেছে, ল্যাঙ্গারের পছন্দের তালিকাতেও আছেন মরকেল। যার কারণে ৩৮ বছর বয়সী এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করতে একটুও পিছপা হয়নি লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি।
সেরা দুইয়ে থাকলে লাভের সঙ্গে লসও হবে বেঙ্গালুরুর
৫ ঘন্টা আগে
এদিকে লক্ষ্ণৌর মেন্টর হিসেবে কাজ করে যাচ্ছেন গৌতম গম্ভীর। দলটির কোচিং প্যানেলে কারা থাকবেন সেটাও নির্ধারণ করে দেন ভারতের সাবেক এই ওপেনার। আর তাই গম্ভীরের চাহিদা অনুযায়ী মরকেলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে লক্ষ্ণৌ।
এদিকে লক্ষ্ণৌর পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্বেও আছেন মরকেল। আইপিএল সূচির বাইরে পাকিস্তানে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ তিনি। খেলোয়াড়ি জীবনে আইপিএলে ৭০টি ম্যাচ খেলেছেন মরকেল। উইকেট নিয়েছেন ৭৭টি।
রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করার পর দিল্লি ডেয়ারডেভিলস এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। ২০১৬ সালে শেষবারের মতো আইপিএল খেলেছিলেন মরকেল। কোচ হিসেবে শুধুমাত্র লক্ষ্ণৌতেই কাজ করেছেন তিনি।