টেস্টেও নো বলে ফ্রি হিট চান ব্রড

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
১৪ মার্চ ২৫
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নো বলে ফ্রি হিট থাকলেও টেস্টে এমন নিয়ম নেই। বোলারদের নো বলের প্রবণতা বেড়ে যাওয়ায় বছর দেড়েক আগে টেস্ট ক্রিকেটে নো বলে ফ্রি হিট নিয়ম চালু করার দাবি তুলেছিলেন ডেল স্টেইন। এবার টেস্টে নো বলে ফ্রি হিট চাইলেন স্টুয়ার্ট ব্রডও।
সীমিত ওভারের ক্রিকেটে নো বল করলে নিয়ম অনুযায়ী পরের বলটি ফ্রি হিট হিসেবে বিবেচিত হয়। সেই বলে বেশ খানিকটা চাপে থাকেন বোলাররা। কারণ ফ্রি হিট বলে রান আউট ছাড়া ব্যাটারদের আউটের কোনো সুযোগ নেই।

টেস্টে নো বল করলে বোলারদের অবশ্য তেমন খেসারত দিতে হয় না। কারণ এখানে নো বলে ফ্রি হিটের নিয়ম নেই। ২০২২ সালে ভারত ও সাউথ আফ্রিকা সিরিজে পেসাররা একের পর এক নো বল করলেছিলেন। এমন চিত্র দেখে টেস্টেও নো বলে ফ্রি হিট চেয়ে বসেছিলেন স্টেইন।
সাউথ আফ্রিকার সাবেক এই পেসার সে সময় জানিয়েছিলেন, টেস্টে নো বলে ফ্রি হিট থাকলেও বোলাররা আরও বেশি সতর্ক হবেন। এদিকে বছর দেড়েক পর একই প্রস্তাব দিলেন ব্রড। কদিন আগে ক্রিকেটকে বিদায় বলা ডানহাতি এই পেসারের কাছে জানতে চাওয়া হয়েছিল ক্রিকেট থেকে কোন নিয়ম বাদ দিতে চান কিনা।
স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে এমন প্রশ্নের জবাবে ব্রড বলেন, ‘আমি টেস্ট ক্রিকেটেও নো বলে ফ্রি হিট চাই। কারণ আপনি সম্ভবত স্লিপে তিনজন ফিল্ডার পাবেন এবং গালি এবং কাভারও ভেতরে থাকবে। আপনি যদি ফ্রন্টফুট নো বল করেন এটা এখন বলা সহজ আমার কাজ শেষ, এটা নয় কী?’
বোলারকে শাস্তি দেয়ার প্রসঙ্গ টেনে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা এই পেসার বলেন, ‘বোলারকে (নো বলের জন্য) শাস্তি দিতে হবে। আমি প্রতিটি নো বলে ফ্রি হিট দেব কারণ ব্যাটের চারপাশে সব ফিল্ডার ভিড় করে বসে থাকে। তাহলে ব্যাটার বলটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারবে।’
সাউথ আফ্রিকা ও ভারত সিরিজে টুইট করে স্টেইন এমন প্রস্তাব দিলেও সেটা আমলে নেয়নি আইসিসি কিংবা ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা এমসিসি। এবার প্রস্তাব দিলেন সদ্য ক্রিকেটকে বিদায় বলা ব্রড। তাতে করে টেস্টের নো বল নিয়ে এমিসিসি কিংবা আইসিসি নিয়ম পরিবর্তন করবে কিনা সেটাই দেখার বিষয়।