promotional_ad

গতি নয়, উমরানকে কৌশলে নজর দিতে বলছেন লারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লারাদের হারিয়ে ইন্টারন্যাশনাল মাস্টার্স জিতল শচিনের ভারত

১৭ মার্চ ২৫
লারাদের হারিয়ে ইন্টারন্যাশনাল মাস্টার্স জিতল শচিনের ভারত, ফাইল ফটো

নিজের দুর্দান্ত গতির জন্য গত দুই বছর ভারতীয় ক্রিকেটে প্রশংসা কুড়িয়েছেন উমরান মালিক। সেভাবে আন্তর্জাতিক ম্যাচ না খেললেও আইপিএলের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে নিজের গতির কারণে সুনাম অর্জন করেছেন এই পেসার। সাবেক ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার বলেছিলেন তরুণ বয়সের শচিন টেন্ডুলকারের ব্যাটিং দেখার মতই অসাধারণ উমরানের বোলিং। তবে কিংবদন্তী ব্রায়ান লারা মনে করছেন শুধু গতি নয়, আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকতে হলে ভারতের এই পেসারকে বেশকিছু কৌশলও রপ্ত করতে হবে।


২৩ বছর বয়সী উমরানের অভিষেক হয়েছিল ২০২২ সালের জুনে। এরপর থেকে ১০টি ওয়ানডে খেলে নিয়েছেন ১৩ উইকেট। এ সময় আটটি টি-টোয়েন্টিতে তুলেছেন ১১ উইকেট। যদিও সাদা পোশাকে এখনও অবধি অভিষেক হয়নি তার। আইপিএলের গত মৌসুম দুর্দান্ত গেছে তার, ১৪ ম্যাচে নিয়েছিলেন ২২ উইকেট।


promotional_ad

আইপিএলে এখন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়েই খেলেছেন উমরান। গত মৌসুমে দলটির প্রধান কোচ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। ফলে লারা খুব কাছ থেকেই দেখেছেন এই তরুণ বোলারকে। তার মতে উমরানের গতি ভালো, কিন্ত তাকে বোলিং দক্ষতায় আরও বৈচিত্র্য আনতে হবে।


আরো পড়ুন

ছিটকে গেলেন উমরান, ‘নেট বোলার’ থেকে স্কোয়াডে সাকারিয়া

১৭ মার্চ ২৫
উমরান মালিক (বামে), চেতন সাকারিয়া (ডানে), ফাইল ফটো

লারা বলেন, 'সে সংবেদনশীল হবে, কিন্ত তাকে খুব দ্রুত শিখতে হবে যে বোলিংয়ে শুধুমাত্র গতিই বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপদে ফেলতে পারে না। আপনার বল দিয়ে কিছু করার ক্ষমতা থাকতে হবে, বুদ্ধিমান হতে হবে এবং বুঝতে হবে কখন বলের গতি কমাতে হবে, আবার কখন গতি বাড়াতে হবে। সে এখনও খুব ছোটো এবং তার সামনে অনেক সময় আছে।'


অবশ্য ক্রিকেট ইতিহাসে চোখ বুলালেও এমন কিছুই লক্ষ্য করা যায়। ওয়াসিম আকরাম কিংবা মাইকেল হোল্ডিংয়ের মত কিংবদন্তী বোলারদের বলেও ছিল দুর্দান্ত গতি। তবে নিজেদের বিশ্বসেরা করতে তারাও নিজেদের বলে বৈচিত্র্য এনেছিলেন। লারা এদের উদাহরণই টেনেছেন। নিজের সাবেক সতীর্থ্য ম্যালকম মার্শালের উদাহরণও তিনি দিয়েছেন।


লারা আরও বলেন, 'আমাদের অনেকগুলো ভিন্ন উদাহরণ রয়েছে। ওয়াসিম আকরামের ছিল দারুণ পেস, ম্যালকম মার্শালের ছিল ধ্বংসাত্মক গতি, আরও ছিল মাইকেল হোল্ডিং। কিন্তু তারা সকলেই জানতেন যে কোনও না কোনও সময়ে তাদের দ্রুত বল করার চেয়ে, কৌশল নিয়ে আসতে হবে। সে (উমরান মালিক) যদি ডেল স্টেইনের (হায়দ্রাবাদের বোলিং কোচ) সঙ্গে কাজ করে, তাহলে সে অবশ্যই ভারতের সেরাদের একজন হতে পারবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball