ভারত সিরিজে অ্যান্ডারসনকে চান বেল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
১২ এপ্রিল ২৫
অ্যাশেজেটা ভালো কাটেনি জেমস অ্যান্ডারসনের। গুঞ্জন উঠেছিল অবসরের, কিন্ত অ্যান্ডারসন সাফ জানিয়েছেন এমন কোনও পরিকল্পনা নেই তার। আগামী বছর ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। অবসরের জন্য দলে নেই স্টুয়ার্ট ব্রড। ফলে ভারত সিরিজে অ্যান্ডারসনের অভিজ্ঞতার প্রয়োজন হবে ইংল্যান্ডের। এমনটাই মনে করছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ইয়ান বেল।
সাদা পোশাকে সর্বোচ্চ উইকেট শিকারি ৪১ বছর বয়সী অ্যান্ডারসন। ৩৪১ ইনিংসে তুলেছেন ৬৯০ উইকেট, যা পেসারদের মধ্যে সর্বোচ্চ। সদ্য শেষ হওয়া অ্যাশেজে চার টেস্টে তুলেছেন মাত্র পাঁচ উইকেট। যদিও তিনি বলেছিলেন নিজের সবটুকুই দিয়েছিলেন মাঠে, কিন্ত এমন পিচে তার কিছুই করার ছিল না।

তাই তো সাফ জানিয়ে দিয়েছেন অবসর নিয়েও তার কোনও পরিকল্পনাও নেই। তবে নিজের সতীর্থ ব্রড অ্যাশেজের শেষ ম্যাচেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফলে বেল মনে করেন ভারত সফরে অ্যান্ডারসনকে দরকার হবে ইংল্যান্ডের। ফলে আগামী বছর জানুয়ারিতে ভারত সফরের দলে অ্যান্ডারসনকে দেখতে চান বেল।
তিনি বলেন, 'ইংল্যান্ডের একজন খেলোয়াড়কে নিয়ে চিন্তা করার দরকার নেই, তিনি হলেন জেমস অ্যান্ডারসন। স্টুয়ার্ট অবসর নেওয়ার কারণে এই ব্যাপারে চিন্তার করার কিছুই নেই। ভারতে তার অভিজ্ঞতার প্রয়োজন হবে ইংল্যান্ডের। বল করার জন্য তার নির্ভরযোগ্যতার কথা বলার কোনও অপেক্ষাই রাখে না।'
উপমহাদেশের মাটিতে এখন পর্যন্ত ৭০ ইনিংসে ৯১ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। যার মধ্যে দুটি পাঁচ উইকেটও রয়েছে। তবে ভারতের মাটিতে কিছুটা নিষ্প্রভ ছিলেন তিনি। এখানে ১৩ টি টেস্ট খেলেছেন, যেখানে ২৯.৩২ গড়ে ৩৪টি উইকেট নিয়েছেন।
সাবেক ইংলিশ ক্রিকেটার বেলের মতে ইংল্যান্ডের পেস আক্রমণের পরবর্তী প্রজন্মের বিকাশে দারুণ ভূমিকা পালন করবেন অ্যান্ডারসন। 'ইংল্যান্ডের পেস আক্রমণের বিকাশে পরবর্তীতে তার (অ্যান্ডারসন) বড় ভূমিকা থাকবে।'