পাকিস্তানের ডাগআউটে আর্থার-ব্র্যাডবার্নকেই চান ইনজামাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য: ইনজামাম
১৭ মার্চ ২৫
দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধান নির্বাচক হয়েছেন ইনজামাম উল হক। জাকা আশরাফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নেয়ার পর ভেঙে দেন আগের নির্বাচক কমিটি। যেখানে হারুনের সঙ্গে ছিলেন অ্যানালিস্ট হাসান চিমা, হেড কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও টিম ডিরেক্টর মিকি আর্থার। যদিও পাকিস্তানের হেড কোচ হিসেবে ব্র্যাডবার্ন এবং টিম ডিরেক্টর হিসেবে আর্থারকেই চান ইনজামাম।
পিসিবির একটি সূত্র এমনটাই নিশ্চিত করেছে। জানা গেছে, ব্র্যাডবার্ন এবং আর্থারকে নিয়ে আশরাফের কাছে সুপারিশও করেছেন ইনজামাম। আর আশরাফও ইনজামামের প্রস্তাবে রাজি হয়েছেন।

পিসিবির একটি সূত্র সেই দেশের মিডিয়াকে বলেছে, 'মিকি আর্থার এবং ব্র্যাডবার্নের ব্যাপারে ইনজামাম ইতিবাচক মন্তব্য করেছেন। ইনজামাম তাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন বলে চেয়ারম্যানকে নিশ্চিত করেছেন। তারা আসন্ন ইভেন্টগুলোতে সেরা দল নির্বাচন করবেন বলে জানিয়েছেন।'
৬ দিনের বিরতিতেই ছন্দ হারিয়েছে রংপুর, দাবি আর্থারের
২৮ জানুয়ারি ২৫
গত এপ্রিলে আর্থারকে টিম ডিরেক্টরের দায়িত্ব দেয় পিসিবি। আর ব্র্যাডবার্নকে হেড কোচের দায়িত্ব দেয়া হয় গত মে মাসে। আর গতকাল প্রধান নির্বাচকের দায়িত্ব পান ইনজামাম। গুরুদায়িত্ব পাওয়ার পর ইনজামাম নিজেই অবশ্য আর্থারের সঙ্গে তার সুসম্পর্কের কথা জানিয়েছিলেন।
ইনজামাম বলেছিলেন, 'আমি প্রধান নির্বাচক হিসেবে আগেও কাজ করেছি। মিকির সঙ্গে আমার বেশ ভালো সম্পর্কও আছে। এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় আসর হয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়া... আমাদের সামনে নিঃসন্দেহে চ্যালেঞ্জিং কয়েকটি দিন আসতে যাচ্ছে।'
এর আগে ২০১৬ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান দলের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন ইনজামাম। এই সময়ে ২০১৭ সালে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।