বিশ্বকাপের আগে ভারতের মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তায় যুবরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের কোচ হলে রোহিতকে ২০ কিমি দৌড়াতে বলতেন যুবরাজের বাবা
২৮ মার্চ ২৫
ইনজুরির কারণে এই মুহূর্তে ভারত দলের বাইরে আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অন্য ক্রিকেটাররা সুযোগ পেলেও মিডল অর্ডারে সেভাবে নিজেদের অবস্থান জানান দিতে পারছেন না। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন যুবরাজ সিং। ২০১১ সালে ভারতীয়দের বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজের মতে, এবারের বিশ্বকাপ জিততে হলে সবকিছুর আগে মিডল অর্ডার নিয়ে কাজ করতে হবে ভারতকে।
ইনজুরির কারণে এই মুহূর্তে ভারতীয় দলের বাইরে আছেন শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল এবং ঋষভ পান্ত। লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন এই তিন পরীক্ষিত মিডল অর্ডার ব্যাটার। এদের ছাড়া সেভাবে সুবিধা করতে পারছে না ভারত।

এই সময়টায় সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসনদের নিয়ে মিডল অর্ডারের পরীক্ষা-নিরিক্ষা চালালেও বারবারই হতাশ হতে হচ্ছে ভারতকে। সূর্যকুমার, স্যামসনরা টি-টোয়েন্টিতে বেশ সিদ্ধহস্ত হলেও ওয়ানডেতে দলকে এখনও তাদের কেউই আশার আলো দেখাতে পারেননি।
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
২১ ঘন্টা আগে
যুবরাজের মতে, মিডল অর্ডারে ভারতের এই দুশ্চিন্তা কাটাতে হবে টিম ম্যানেজমেন্টের কাউকেই। আর এমন অপ্রস্তুত হয়ে যদি ভারত বিশ্বকাপ খেলে, তাহলে চাপের ম্যাচগুলোতে ভেঙে পড়ার সম্ভাবনাই বেশি দলটির।
যুবরাজ বলেন, 'আমি দেশপ্রেমিকের মতোই বলতে পারি, ভারত জিতবে (বিশ্বকাপ), কেননা আমি একজন ভারতীয়। তবে কয়েকজনের ইনজুরির জন্য ভারতের মিডল অর্ডারে আমি চিন্তা করার অনেক কিছুই দেখছি। এসব চিন্তার বিষয় যদি সমাধান করা না যায়, তাহলে আমরা ভুগব। বিশেষ করে চাপের ম্যাচগুলোতে।'
'মিডল অর্ডারে যারা ব্যাটিং করবে তাদের স্কিল ওপেনারদের থেকে অনেক আলাদা থাকতে হয়। টিম ম্যানেজমেন্টে কি এমন কেউ আছে, যে দলের মিডল অর্ডার নিয়ে কাজ করছে? এখানেই প্রশ্নবোধক চিহ্ন। কেননা মিডল অর্ডার প্রস্তুত নয়। কাউকে সেটা তৈরি করে দিতে হবে।'