দ্যা হান্ড্রেডে আফ্রিদি-হারিসের বদলি ফার্গুসন-হেনরি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের ওয়ানডে দলে ফিরছেন হারিস রউফ
২৬ মার্চ ২৫
এবারের দ্যা হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের হয়ে খেলছেন শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফ। যদিও দ্রুতই আসরটি ছেড়ে নিজ দেশে ফিরে যাবেন পাকিস্তানের এই দুই পেসার। তাদের বদলি হিসেবে ওয়েলশ ফায়ারে যোগ দেবেন লকি ফার্গুসন এবং ম্যাট হেনরি।
মূলত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য দ্যা হান্ড্রেড ছেড়ে যাচ্ছেন আফ্রিদি এবং হারিস। দুজনই আগে পাকিস্তান ফিরবেন এবং দলের সঙ্গে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবেন। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

আফ্রিদি এবং হারিস দলের সঙ্গে থাকা অবস্থাতেই অবশ্য তাদের বদলি খুঁজে বের করে ওয়েলশ ফায়ার। দুই কিউই পেসার ফার্গুসন এবং হেনরির সঙ্গে চুক্তি করে তারা। এই ব্যাপারে ইসিবির কাছে সবরকমের কাগজ পত্রও পাঠিয়ে দিয়েছে দলটি।
এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও ফার্গুসন এবং হেনরিকে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে। দ্যা হান্ড্রেডের পরপর ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। কিউই দলে অবধারিতভাবেই থাকবেন ফার্গুসন এবং হেনরি।
এই কারণে এই দুই পেসারকে আগেভাগে ইংল্যান্ড পাঠাতে কোনো আপত্তিই করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ ছাড়া বর্তমানেও খেলার মধ্যে নেই এই দুই পেসার।
শেষবারের টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটকে শিরোপা জেতাতে বড় ভূমিকা পালন করেছেন হেনরি। সেই আসরে ৩১টি উইকেট নিয়েছেন এই পেসার। এদিকে বিশ্ব জুড়ে অনেকগুলো টি-টোয়েন্টি লিগে খেলেছেন ফার্গুসন। দুজন পেসারকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ওয়েলশ ফায়ার ফ্র্যাঞ্চাইজি।