promotional_ad

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য: ইনজামাম

১৭ মার্চ ২৫
পাকিস্তান দল ও ইনজামাম উল হক

সবশেষ ৯ মাসে বেশ কয়েকবারই পরিবর্তন হয়েছে পাকিস্তান দলের নির্বাচক প্যানেল। মোহাম্মদ ওয়াসিম, শহীদ আফ্রিদি, হারুন রশিদের পর এবার পাকিস্তানের নির্বাচকের দায়িত্ব নিলেন ইনজামাম উল হক। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)


জাকা আশরাফ পিসিবি দায়িত্ব নেয়ার পর ভেঙে দিয়েছেন আগের নির্বাচক কমিটি। যেখানে হারুনের সঙ্গে ছিলেন অ্যানালিস্ট হাসান চিমা, প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও টিম ডিরেক্টর মিকি আর্থার। তবে সেই কমিটি খুব বেশিদিন টিকল না।


promotional_ad

এবার নির্বাচকের দায়িত্ব নিলেন ইনজামাম, যাকে পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন তিনি। শ্রীলঙ্কায় অনু??্ঠিত হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল নির্বাচন দিয়ে কাজ শুরু করবে ইনজামামের প্যানেল।


আরো পড়ুন

নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে

১৮ এপ্রিল ২৫
আইসিসি

এরপর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য স্কোয়াড করতে হবে ইনজামামকে। নির্বাচক হিসেবে তার সঙ্গে আর কারা কাজ করবেন তা এখনও নিশ্চিত করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দ্রুতই ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এশিয়া কাপের দল ঘোষণা করতে খুব বেশিদিন সময় বাকি নেই। 


এর আগে ২০১৬ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান দলের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটার। এই সময়ে ২০১৭ সালে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।


এদিকে এবছর বেশ কয়েকবারই নির্বাচক প্যানেল পরিবর্তন করেছে দেশটির ক্রিকেট বোর্ড। গত ডিসেম্বরে পিসিবির চেয়ারম্যানের পদ হারান রমিজ রাজা। তার বোর্ডের অধীনে নির্বাচক হিসেবে কাজ করা ওয়াসিমও চাকরি হারিয়েছেন কদিন পরই।


নাজাম শেঠি চেয়ারম্যান হয়ে অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটির প্রধান হিসেবে আফ্রিদিকে দায়িত্ব দিয়েছিলেন। যেখানে পাকিস্তানের সাবেক অধিনায়কের সঙ্গী ছিলেন রাও ইফতিখার আনজুম ও আব্দুল রাজ্জাক। নিউজিল্যান্ড সিরিজের পর দায়িত্ব ছাড়েন আফ্রিদিও। নির্বাচক প্যানেলের প্রধান হিসেবে বসানো হয় হারুনকে। যেখানে তার সঙ্গী ছিলেন কামরান আকমল, মোহাম্মদ সামি ও ইয়াসির হামিদ। এবার জাকা আশরাফের অধীনে আবারও বদলে গেল নির্বাচক কমিটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball