promotional_ad

ডেথ ওভারে হারিসকেই বিশ্বসেরা মানছেন কার্তিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের ওয়ানডে দলে ফিরছেন হারিস রউফ

২৬ মার্চ ২৫
পাকিস্তানের জার্সিতে হারিস রউফ

পাকিস্তানের সীমিত ওভারের দলের গুরুত্বপূর্ণ অংশ হারিস রউফ। এমনকি বিগব্যাশসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত মুখ তিনি। পাকিস্তানের এই পেসারকেই ডেথ ওভারে বর্তমান বিশ্বের সেরা পেসার মানছেন দীনেশ কার্তিক। 


রউফের ক্রিকেটের শুরুটা ছিল টেপ টেনিস দিয়ে। ইসলামাবাদ মডেল কলেজের ছাত্র, পাড়া-মহল্লায় টেপ টেনিসে ক্রিকেট খেলে বেশ সুনাম কুড়িয়েছিলেন। অবশ্য সেই সময় তার ক্রিকেটের চেয়ে ফুটবলেই বেশি ঝোঁক ছিল। যদিও সময়ের পরিক্রমায় পাকিস্তানের পেস বোলিং আক্রমণের অন্যতম বড় ভরসা তিনি।


promotional_ad

হারিসের টেপ টেনিস থেকে ক্রিকেট বল হাতে নেয়ার গল্পটা বেশ ভালো করেই জানা আছে কার্তিকের। তাই তার প্রশংসা করেছেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পারফর্ম করার পর আন্তর্জাতিক অঙ্গনে হারিসের ধারাবাহিকতা দেখে মুগ্ধ হয়েছেন কার্তিক।


আরো পড়ুন

বাংলাদেশের ২০-৩০ রানের কমতি ছিল, দাবি কার্তিকের

২১ ফেব্রুয়ারি ২৫
দীনেশ কার্তিক

ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, 'হারিস রউফ সাদা বলে বিশ্বের সেরা বোলার, বিশেষ করে শেষের দিকে। তার গল্পটা দারুণ কয়েক বছর আগে সে টেপ টেনিসে খেলত। এরপর লাহোর কালান্দার্সের হয়ে খেলেছে। এরপর সে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করছে।'


হারিসের ক্রিকেটে আসাটাই বেশ নাটকীয় ছিল। ২০১৭ সালে হারিস কাজ করতেন একটি মুঠোফোনের দোকানে। সেখানে থাকা অবস্থাতেই লাহোর কালান্দার্সের ট্রায়ালে তাকে অংশ নেয়ার পরামর্শ দেন তার কোচ। সেই ট্রায়াল থেকেই দলটির কোচ আকিব জাভেদের চোখে পড়েন হারিস। এরপরই হারিসের ভাগ্য বদলে গেছে।


২০১৮ সালে আবুধাবি টি-টোয়েন্টি ট্রফির জন্য লাহোর কালান্দার্সে ডাক পান তিনি। একই বছর পিএসএলে লাহোরের হয়ে খেলে ১০ ম্যাচে ১১ উইকেট নিয়ে প্রতিভার জানান দেন হারিস। ২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। এরপর প্রতিনিয়ত কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ে নিজেকে পাকিস্তানের অন্যতম সেরা পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball