‘ওয়ানডের সূর্যকুমার ও টি-টোয়েন্টির ইশান একই’

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘রিজওয়ানের মতো অহেতুক আবেদন করলে আউট পাবে না’
২৭ মার্চ ২৫
টি-টোয়েন্টিতে নতুন নতুন সব শট যোগ করে রীতিমতো আলোড়ন তুলেছেন সূর্যকুমার যাদব। সেই একই ব্যাটার কিনা ওয়ানডেতে নিষ্প্রভ, ধারহীন। এদিকে ৫০ ওভারের ক্রিকেটে ভালো করলেও টি-টোয়েন্???িতে ধারাবাহিক নন ইশান কিশান। আকাশ চোপড়া মনে করেন, ওয়ানডের সূর্যকুমার ও টি-টোয়েন্টির ইশানের মাঝে পার্থক্য নেই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সবকটিতে শূন্য রানে আউট হয়েছিলেন সূর্যকুমার। ঘরের মাঠে বিশ্বকাপকে সামনে রেখে সূর্যুকমারের টি-টোয়েন্টির ছন্দ ওয়ানডেতে কাজে লাগাতে চায় ভারত। যেখানে একেবারেই ব্যর্থ ডানহাতি এই ব্যাটার।
৫০ ওভারের ক্রিকেটে তার পরিসংখ্যান অবশ্য সে কথাই বলছে। এদিকে প্রায় একই চিত্র ইশানের ক্ষেত্রে। যদিও সেটা টি-টোয়েন্টি সংস্করণে। আইপিএল মাতিয়ে ২০২১ সালে ভারতের টি-টোয়েন্টি জার্সি গায়ে জড়ান ইশান। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই হাফ সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।

শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার বিপক্ষে হাফ সেঞ্চুরি আছে তার। তবে সেটার ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। বেশিরভাগ সময়ই ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি ভারতের হয়ে ২৮ টি-টোয়েন্টি খেলা এই উইকেটকিপার ব্যাটার। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা তিন হাফ সেঞ্চুরি করেছেন।
চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের নেতৃত্বে সূর্যকুমার
১৯ মার্চ ২৫
অথচ ২০২২ সালের জুনের পর থেকে ২০ ওভারের ক্রিকেটে পঞ্চাশ ছোঁয়া ইনিংস নেই ইশানের। সবশেষ ৬ ইনিংসে একবারই কেবল দুই অঙ্ক ছুঁয়েছেন বাঁহাতি এই ব্যাটার। যে কারণে ইশানের টি-টোয়েন্টির ফর্মকে সূর্যুকমারের ওয়ানডে ছন্দের সঙ্গে মিলিয়েছেন আকাশ চোপড়া।
ভারতের সাবেক এই ব্যাটার বলেন, ‘শুভমান গিল এবং ইশান কিশানকে তাদের শুরুটাকে বড় ইনিংসে রূপান্তর করতে হবে। ইশান কিশানের টি-টোয়েন্টির পরিসংখ্যান ভালো নয়। ওয়ানডেতে যেমনটা সূর্যকুমারের। টি-টোয়েন্টিতে ইশান কিশানের তেমন কিছুই চলছে। যেহেতু সুযোগ পাচ্ছে তাই সেটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।’
ইশানকে বড় ইনিংস খেলার পরামর্শ দিয়েছেন চোপড়া। ভারতের সাবেক ক্রিকেটার মনে করেন বড় ইনিংস খেলতে না পারলে প্রশ্ন উঠবেই। কারণ সাঞ্জু স্যামসন ব্যাটিংয়ের সঙ্গে কিপিং করতে পারে, এ ছাড়া বিকল্প হিসেবে আইপিএল মাতানো যশস্বী জয়সাওয়ালও রয়েছেন।
চোপড় বলেন, ‘তোমাকে বড় ইনিংস খেলতে হবে। যদি সেটা না পারো তাহলে প্রশ্ন আসতে পারে যে সাঞ্জু (স্যামসন) ওপেন করতে পারে অথবা জয়সাওয়াল। বাঁহাতি ব্যাটারের পরিবর্তে বাঁহাতি ব্যাটার, খুবই সহজ একটা গল্প এবং সাঞ্জু কিপিং করতে পারে। আমার মতামত হলো এটা ইশান কিশানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ।’