যে দলে সাকিব আছে, সেই দলের অধিনায়ক সাকিবেরই হওয়া উচিত: সুজন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
১৬ এপ্রিল ২৫
ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। এই দুই টুর্নামেন্টে বাংলাদেশকে কে নেতৃত্ব দেবেন তা নিয়েই এখন জল্পনা-কল্পনা। এরই মধ্যে নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নাম শোনা যাচ্ছে। তবে অধিনায়ক হওয়ার দৌড়ে সাকিবকেই এগিয়ে রাখছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি মনে করেন যে দলে সাকিব আছেন সেই দলের অধিনায়ক তারই হওয়া উচিত।

তিনি বলেন, ‘লিটনকে আমি কীভাবে বলি, লিটন নয়! সে সিরিজ জিতিয়েছে ভারতের বিপক্ষে। তবে যাই হোক, সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের মাথা (বুদ্ধি), অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি। কিন্তু তারপরও আমি লিটনকেও ছোট করতে চাই না। কারণ লিটন অতীতে খুবই ভালো কাজ করেছে (অধিনায়ক হিসেবে)। আমি মনে করি যে দলে সাকিব আছে, সে দলে এখন সাকিবকে দেওয়াটাই ঠিক। এটা আমার ব্যক্তিগত মত।’
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
১৬ মার্চ ২৫
সাকিব এর আগেও বাংলাদেশকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। ২০১১ সালে নেতৃত্ব ছাড়ার আগে বাংলাদেশকে ৪৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর মাশরাফি বিন মুর্তজার অবর্তমানে আরও তিনটি ওয়ানডেতে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে। অভিজ্ঞতার বিচারে তাই সাকিবকেই এগিয়ে রাখছেন সুজন।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচ মনে করেন সাকিব নেতৃত্বে থাকলে এই সময়ের মধ্যে তৈরি হতে পারবেন লিটন-মিরাজ কিংবা নাজমুল হোসেন শান্তরা। সুজনের ভাষ্য, ‘এই সময়ের মধ্যে লিটন, শান্ত, মিরাজ এরাও তৈরি হবে। সামনে এদেরকেই নেতৃত্ব দিতে হবে। এদের হাতেই আর্মব্যান্ড যাবে। তামিম, মুশফিকরা অবসর নিলে এরাই সিনিয়র হবে।’
যদিও ঘটনাচক্রে লিটনকে লম্বা সময়ের জন্য নেতৃত্ব দেয়া হলে সেখানে সাকিবের সমর্থন থাকবে বলে আশাবাদী সুজন। তিনি বলেন, ‘আমি মনে করি লিটনকে অধিনায়কত্ব দিলে সাকিবের জন্য কোনও ইস্যু হবে, তা নয়। আমি সাকিবকে ব্যক্তিগতভাবে চিনি। আমার মনে হয় না, সাকিব এসব নিয়ে কিছু মনে করবে। সে উল্টো লিটনকে আরও বেশি সাহায্য করবে। এখন বোর্ড যদি মনে করে লিটন, এটাও কোনও সমস্যা নয়। আমার মনে হয় যে, লিটন প্রস্তুত। সেও অভিজ্ঞ। এত দিন ধরে ঘরোয়া ক্রিকেট, জাতীয় দলে খেলছে, ওর অভিজ্ঞতাও অনেক ভালো।'