‘অনায়াসে’ লিগ খেলতে ইংল্যান্ডের জার্সি তুলে রাখলেন হেলস

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সবাইকে অবাক করে সেমিফাইনালে যাবে বাংলাদেশ, আশা হেলসের
১৯ ফেব্রুয়ারি ২৫
জনি বেয়ারস্টোর চোটে বছর তিনেক পর গত বছর ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন অ্যালেক্স হেলস। জস বাটলারের সঙ্গে জুটি গড়ে জিতেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপও। ২০ ওভারের ক্রিকেটে প্রথম পছন্দ হয়ে উঠলেও হেলসের ভাবনা জুড়ে ছিল কেবলই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তাই বিশ্বকাপের পর সময় দিতে পারেননি ইংল্যান্ডকে। লিগে সময় দিতে শেষ পর্যন্ত ইংল্যান্ডের জার্সি তুলে রাখলেন হেলস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের কথা নিজেই জানিয়েছেন ডানহাতি এই ওপেনার।
সবশেষ ৯ মাস ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং দ্বিপাক্ষিক সিরিজের প্রতি দায়বদ্ধতা নিয়ে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে যাচ্ছিলেন হেলস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন অভিজ্ঞ এই ব্যাটার।

বিদায়ী বার্তায় হেলস বলেন, ‘তিন সংস্করণ মিলিয়ে ১৫৬ ম্যাচে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা সৌভাগ্যের বিষয়। আমার কিছু স্মৃতি তৈরি করতে পেরেছি এবং আজীবনের জন্য কিছু বন্ধুত্ব পেয়েছি। আমি অনুভব করি এটাই এগিয়ে যাওয়ার সঠিক সময়।’
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
‘ইংল্যান্ডের জার্সিতে আমার পুরোটা সময়ে আমি বড় কিছু যেমন পেয়েছি তেমনি খারাপ সময়ও গেছে। এটা অবিশ্বাস্য এটা যাত্রা ছিল এবং আমি ভালো অনুভব করছি যে ইংল্যান্ডের বিশ্বকাপ ফাইনাল জেতাটা আমার শেষ ম্যাচ ছিল।’
বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশে খেলার সুযোগ থাকলেও সেখানে আসেননি হেলস। সেই সময়ে পাকিস্তান স??পর লিগে (পিএসএল) খেলেছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিকল্প ক্রিকেটার হিসেবে খেলার আলোচনা চালাচ্ছেন হেলস।
যে কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে না তার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে গিয়ে ইংল্যান্ডকে সময় দিতে পারছেন না হেলস। যে কারণে রব কিকে নিজের অবসরের কথা জানান। ওয়ানডে বিশ্বকাপের ভাবনায় না থাকায় অবসরের সিদ্ধান্ত নিতে আরও খানিকটা সহজ হয়েছে হেলসের জন্য।
ইংল্যান্ডের ৭০ ওয়ানডেতে ২ হাজার ৪১৯ রান করেছেন হেলস। ৬ সেঞ্চুরির সঙ্গে রয়েছেন ১৪ হাফ সেঞ্চুরিও। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন ৭৫ ম্যাচ। ১ সেঞ্চুরি ও ১২ সেঞ্চুরিতে ২ হাজার ৭৪ রান করেছেন তিনি। শুধু রঙিন পোশাকেই নয় ইংল্যান্ডের হয়ে ১১ টেস্টও খেলেছেন ডানহাতি এই ব্যাটার। ৫ হাফ সেঞ্চুরিতে করেছেন ৫৭৩ রান।