promotional_ad

বাংলাদেশের বিশ্বকাপ সূচিতে আসছে পরিবর্তন!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ

৪০ মিনিট আগে
সংবাদ সম্মেলনে চার্ল ল্যাঙ্গাভেল্ট

নভরাত্রির প্রথম দিন হওয়ায় ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তানের ম্যাচ পরিচালনা করা কষ্টকর ছিল সেখানকার নিরাপত্তা কর্মীদের জন্য। এ বিষয়টি তখনই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) জানায় তারা। বিসিসিআইয়ের পক্ষ থেকে জয় শাহও ঘোষণা দেন বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আনার। আর ভারত-পাকিস্তানের ম্যাচের সূচি অদল-বদল করা হলে পরিবর্তিত হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ সূচিও!


ভারতের গণমাধ্যম প্রকাশ করছে এমনই সংবাদ। ভারত-পাকিস্তানের ম্যাচটির সূচি পরিবর্তন করতে হলে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচটির সূচিও পরিবর্তন করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে তারা।


১৪ অক্টোবর দিবা-রাত্রির ম্যাচে খেলার কথা ছিল ইংল্যান্ড ও আফগানিস্তানের। সেই ম্যাচটি চলে যেতে পারে ১৫ অক্টোবর দিবা-রাত্রির সূচিতে। আর ১৪ অক্টোবর সকালে হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচটি।


promotional_ad

সেই ম্যাচটি চলে যেতে পারে ১৫ অক্টোবর সকালে। সকাল আর দিবা-রাত্রির ক্ষেত্রে সূচি অবশ্য ওলট-পালট হতে পারে বলে জানিয়েছে সেই সূত্র। এদিকে ভারত-পাকিস্তানের ম্যাচটি ১৫ অক্টোবর থেকে এগিয়ে ১৪ অক্টোবর হতে পারে। ভারতের অন্যান্য ম্যাচের দিনের মতো সেদিনও হবে কেবল একটি খেলা, এমনটাই জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র।


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

সেই সূত্র বলেছে, '১৪ অক্টোবর ইংল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে দিবারাত্রির ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা রবিবার চলে যেতে পারে। কেননা ভারত-পাকিস্তানের ম্যাচটি শনিবার দিবারাত্রির সময়ে নিয়ে আসা হবে।'


'শনিবার সকালের ম্যাচটিও রবিবারে নিয়ে যাওয়া হতে পারে কেননা, আয়োজকরা চায় ভারত-পাকিস্তানের ম্যাচে সর্বোচ্চ দর্শক হোক। ভারতের অন্য ম্যাচগুলোর মতো এই দিনেও শুধু ভারতেরই খেলা থাকবে।'


এদিকে এই সূচি পরিবর্তিত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান। কেননা ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে হায়দরাবাদে খেলবে দলটি। আর সূচি পরিবর্তন এভাবে হলে এর একদিন পরই আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের।


আর সূচি এভাবে পরিবর্তিত হলে ভারতের অবশ্য কোনও সমস্যাই হবে না। ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে দলটি। এরপর ১৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলার পর ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।


আর বাংলাদেশেরও খুব একটা সমস্যা হবে না। ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর ১৫ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এরপরের ম্যাচ খেলবে ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে।


সূচি এভাবে পরিবর্তিত হলে সমস্যা হবে না নিউজিল্যান্ডেরও। ১৮ অক্টোবর চেন্নাইতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে তারা। ১৫ তারিখের ম্যাচটির ভেন্যু চেন্নাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball