promotional_ad

‘জিং বেলস থাকলে আউট হতেন স্মিথ’

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

স্টিভ স্মিথের নট আউট নিয়ে বিতর্ক তৈরি হলেও ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার এই ব্যাটার নট আউটই ছিলেন। তবে স্টুয়ার্ট ব্রড জানান, জিং বেলস থাকলে আউট হতেন স্মিথ। ইংল্যান্ডের ডানহাতি এই পেসারকে নাকি এমনটাই জানিয়েছেন আম্পায়ার কুমার ধর্মসেনা।


ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৭৮তম ওভারের। ক্রিস ওকসের বলে অন সাইডে ঠেলে দিয়ে ২ রান নেয়ার জন্য দৌড় দেন স্মিথ। দ্বিতীয় রান শেষ করতে গিয়ে একটু কাল ক্ষেপন করে ফেলেছিলেন তিনি। ফিল্ডার জর্জ ইলহামের থ্রো থেকে রান আউটের প্রচেষ্টা চালান জনি বেয়ারস্টো।


promotional_ad

স্মিথ ডাইভ দিলেও স্টাম্প ভেঙেছিলেন ইংল্যান্ডের উইকেটকিপার। সিদ্ধান্ত নিতে টিভি আম্পায়ারের সহায়তা চান অনফিল্ড আম্পায়াররা। রিপ্লেতে দেখা যায় স্মিথ দাগ থেকে একটু দূরে ছিলেন। এমনটা দেখে ড্রেসিং রুমে ফেরার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।


আরো পড়ুন

স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল

১২ মার্চ ২৫
ফাইল ছবি

রিপ্লে দেখে উল্লাসে ফেটে পড়েন ইংল্যান্ডের ক্রিকেটার ও সমর্থকরা। তবে অন্য কয়েকটি অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখে স্মিথকে নট আউট ঘোষণা করেন টিভি আম্পায়ার নীতিন মেনন। তা খানিকটা বিতর্কের সৃষ্টি করেছে। যদিও এমসিসি নিশ্চিত করেছে স্মিথ নট আউট ছিলেন।


ক্রিকেটের ২৯.১ ধারায় বর্ণিত আছে, এক বা একাধিক স্টাম্প মাটি থেকে তুলে ফেললে কিংবা অন্তত একটি বেল স্টাম্প থেকে সম্পূর্ণভাবে চ্যুত হলে তা উইকেট ভাঙা হয়েছে বলে বিবেচিত হবে। ঠিক এই নিয়মের কারণেই বেঁচে গেছেন স্মিথ। তবে ব্রড জানিয়েছেন, ধর্মসেনা তাকে জানান যে জিং বেলস থাকলে আউট হতেন স্মিথ।


এ প্রসঙ্গে ব্রড বলেন, ‘আমার মনে হয়, নটআউট দেওয়া নিয়ে প্রশ্ন তোলার মতো পর্যাপ্ত জায়গা আছে। নিয়ম কী বলে? এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? দেখে তো মনে হলো “বেনিফিট অব ডাউট”–এর মতো কিছু। কুমার বলেছে, জিং বেলস হলে এটা আউট হতো। কী কারণে (আউট) দেওয়া হলো না, সেটা আমি বুঝিনি।’


এদিকে নীতিন মেননকে সৌভাগ্য হিসেবে দেখছেন স্মিথ। তিনি বলেন, ‘সে (নীতিন মেনন) আমার জন্য সৌভাগ্যের। শুরুতে ভিডিও দেখে মনে হয়েছিল বেল স্থানচ্যূত হয়েছে। কিন্তু পরেরবার দেখে মনে হয়েছে বল ধরার আগেই জনি (বেয়ারস্টো) স্টাম্প ভেঙেছে। সিদ্ধান্তটা কঠিন ছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball