অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন স্মিথ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
চলতি অ্যাশেজ সিরিজে শুরুটা ভালো ছিল না স্টিভ স্মিথের। এজবাস্টন টেস্টে দুই ইনিংস মিলিয়ে রান করেছিলেন মাত্র ২২। যদিও পরের ম্যাচেই দেখা পেয়ছেন শতকের, কিন্ত ব্যর্থ হয়েছেন ধারাবাহিকতা বজায় রাখতে। এর মধ্যেই গুঞ্জন তৈরি হয়েছিল তার অবসর নিয়ে।
সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন স্মিথ। অভিজ্ঞ এই অস্ট্রেলিয়ান ব্যাটার স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এখন কোথাও যাচ্ছেন না। তার ভবিষ্যৎ নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে এ নিয়ে কোনো ধারণা নেই বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম এই ব্যাটিং ভরসা।

অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে স্মিথ বলেন, 'আমি অবসর নিচ্ছি না, আমার কোনো ধারণা নেই (এটি কোথা থেকে এসেছে) কারণ আমি এটি নিয়ে কারো সঙ্গে কথা বলিনি। আমি এখন কোথাও যাচ্ছিও না।'
কিছু দিন আগেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন গণমধ্যমে বলেছিলেন যে, ওভালে অ্যাশেজের শেষ টেস্টের পর সাদা পোশাকের ক্রিকেট থেকে ওয়ার্নার-স্মিথরা সরে দাঁড়াতে পারেন বলে গুঞ্জন শুনেছেন তিনি। মূলত ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকায় তাদের নিয়ে এসব গুঞ্জন রটেছে।
ধারাবাহিকতা না থাকলেও চলতি অ্যাশেজে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পারফর্মার তিনিই। ৯ ইনিংসে এই অজি ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৩১৯ রান। ওভালে প্রথম ইনিংসে স্মিথের ব্যাট থেকে এসেছে ৭১ রান। এমন পারফরম্যান্স নিয়ে বেশ সন্তুষ্ট স্মিথ।
তিনি বলেন, 'আমি বেশ ভালো অনুভব করছি। টেস্ট চ্যাম্পিয়নশিপের (ফাইনাল) পর আজ (দ্বিতীয় দিন) আমি সেরা ব্যাটিং করেছি। অবশ্যই (ইংল্যান্ড সফরে) আরও রান পেলে ভালো লাগত। এই মৌসুমে ৬ ম্যাচে ২টি সেঞ্চুরি পেয়েছি এখানে। আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত।'