টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৪ জুন, খেলা ১০ ভেন্যুতে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এই টুর্নামেন্ট শুরু হওয়ার প্রায় এক বছর আগেই জানা গেল দিনক্ষণ। সবকিছু ঠিক থাকতে ২০২৪ সালের ৪ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ফাইনাল হতে পারে ৩০ জুন। এমনটাই জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। চলতি সপ্তাহেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি পরিদর্শক দল যুক্তরাষ্ট্রের কিছু তালিকাভুক্ত ভেন্যু পরিদর্শন করবে।

আশা করা যাচ্ছে ১০টি ভেন্যুতে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভেন্যু হিসেবে প্রাথমিক তালিকায় আছে ফ্লোরিডার লডারহিলও। ভারতের বিপক্ষে চলতি সিরিজে এই মাঠেই টি-টোয়েন্টি খেলবেন ক্যারিবীয়রা। সেই সঙ্গে বিবেচনায় আছে মরিসভিল ও ডালাসের দুটি মাঠও।
এই মাঠে মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী আসর আয়োজন করছে যুক্তরাষ্ট্র। যদিও এই দুটি মাঠ এখনও আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি। আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের ভেন্যু নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।
আগেই জানা গেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। এরই মধ্যে ১৫ দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। আঞ্চলিক কোয়ালিফায়ার খেলে আয়ারল্যান্ড ও পাপুয়া নিউগিনি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বাছাই পর্ব পেরিয়ে আরও আটটি দল বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পাবে। জানা গেছে ২০ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপের পাঁচ দলের মধ্যে শীর্ষ দুটি দল অংশ নেবে সুপার এইটে। সেখান থেকে চারটি দল যাবে সেমিফাইনালে। আর এরপর দুই দলের ফাইনাল।
আমেরিকা অঞ্চল থেকে একটি, আফ্রিকা অঞ্চল থেকে দুটি ও এশিয়া অঞ্চল থেকে আরও দুটি দল বিশ্বকাপে খ??লার সুযোগ পাবে। ফলে কিছুদিনের মধ্যেই জানা যাবে কোন ২০ দল খেলতে যাচ্ছে ২০২৪ বিশ্বকাপের আসর।