promotional_ad

১১৪ রান তাড়ায় ৫ উইকেট হারানোর কথা ভাবতে পারেননি রোহিত

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়াংখেড়েতে নিজের নামে স্ট্যান্ড দেখে আপ্লূত রোহিত

১৯ এপ্রিল ২৫
ওয়াংখেড়েতে রোহিত শর্মার নামে স্ট্যান্ড

সিরিজের প্রথম ওয়ানডেতে জিততে হলে ভারতকে মোটে ১১৫ রান করতে হতো। এমন রান তাড়ায় ৫ উইকেট হারিয়ে বসে রোহিত শর্মার দল। যদিও ১৬৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে ভারত। তবুও এত কম রান তাড়া করতে গিয়ে ৫ উইকেট হারাতে হবে এমনটা ভাবতেই পারেননি ভারতের অধিনায়ক।


বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। অধিনায়কের এমন সিদ্ধান্তের পর হার্দিক পান্ডিয়া-মুকেশ কুমাররা ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেন। ৪৫ রানে ৩ উইকেট হারানো উইন্ডিজকে একেবারে চেপে ধরেন দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ চাহাল।


promotional_ad

তারা দুজনে স্বাগতিকদের সাত ব্যাটারকে ফিরিয়েছেন। জাদেজা তিনটি আর মাত্র ৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১৪ রানে আটকে দেন কুলদীপ। সহজ লক্ষ্য তাড়ায় এদিন শুভমান গিলের সঙ্গে ওপেনিংয়ে এসেছিলেন ইশান কিশান। যেখানে তিনে সূর্যকমার যাদব, চারে হার্দিক পান্ডিয়া এবং পাঁচে এসেছিলেন জাদেজা।


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

এমনকি ওপেনার রোহিতের আগে ব্যাটিংয়ে এসেছিলেন ছয়ে নামা শার্দুল ঠাকুর। ৯৭ রানে ৫ উইকেট হারানোর পর সাতে নেমে জাদেজাকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন রোহিত। এদিকে ব্যাটিংয়ের সুযোগই পাননি বিরাট কোহলি। জয় পেলেও এত কম রান করতে ৫ উইকেট হারানোয় খানিকটা অবাক হয়েছেন ভারতের অধিনায়ক।


এ প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমরা কখনই ভাবিনি আমরা ৫ উইকেট হারাবো। কিন্তু এটা ভালো ব্যাপার যে বেশ কিছু ছেলে মাত্রই এসেছে তাদের আমরা খেলার সুযোগ দিতে পেরেছি। প্রথমত ভালো একটা জায়গায় যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। তাদেরকে ১১৫ রানে (মূলত ১১৪ রান) আটকে দেয়া ভালো ব্যাপার ছিল।’


কেনসিংটন ওভালের উইকেট থেকে শুরুতে পেসাররা বাড়তি সুবিধা পেয়েছেন। তবে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন স্পিনাররা। টার্নের সঙ্গে খানিকটা বাউন্সও ছিল জাদেজাদের জন্য। বোলারদের জন্য সুবিধা থাকলেও ব্যাটারদের জন্য কঠিন ছিল বলে মনে করেন রোহিত। সেই সঙ্গে তিনি জানান উইকেট এমন আচরণ করবে সেটা ভাবতে পারেননি।


রোহিত বলেন, ‘সত্যি বলতে, ভাবতেও পারিনি উইকেটের আচরণ এরকম হবে। পেসারদের জন্য এখানে সবরকম সহায়তা ছিল, স্পিনারদের জন্যও। রান করা ছিল বেশ কঠিন। তবে ওদেরকে এত কম রানে আটকে রাখা আমাদের বোলিং ইউনিটের জন্য ছিল অসাধারণ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball