promotional_ad

অ্যান্ডারসন-ব্রডদের জন্য ডোনাল্ডের ‘শ্রদ্ধা’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাইটহুড পাচ্ছেন জেমস অ‍্যান্ডারসন

১২ এপ্রিল ২৫
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে জেমস অ্যান্ডারসন, ফাইল ফটো

লম্বা সময় ধরেই একসঙ্গে জুটি বেধে বল করছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। অ্যান্ডারসনের বয়স ৪১ হতে চলেছে কদিন পরেই। ২০ বছরের ক্যারিয়ারে তার নামের পাশে রয়েছে ৬৮৯ উইকেট। অন্যদিকে ব্রড ৬০০ উইকেট নিয়েছেন। তারাই টেস্ট ক্রিকেটের একমাত্র জুটি যাদের নামের পাশে অন্তত ৬০০ উইকেট আছে।


এক যুগেরও বেশি সময় ধরে তারা কীভাবে লাল বলের ক্রিকেটে খেলে চলেছেন তাও একটি বড় রহস্য। সাউথ আফ্রিকার কিংবদন্তি পেসার ও বাংলাদেশ দলের পেস বোলিং কোচ সম্প্রতি এবি ডি ভিলিয়ার্সের আমন্ত্রণে হাজির হয়েছিল এক অনলাইন আড্ডায়।


promotional_ad

সেখানে অ্যান্ডারসন ও ব্রডের জুটি নিয়ে কথা বলেছেন। অ্যান্ডারসন-ব্রডরা এখনও কীভাবে খেলে চলেছেন তা বিস্ময় ডোনাল্ডের কাছেও। তবে সাউথ আফ্রিকার সাবেক এই পেসার মনে করেন টেস্টের প্রতি ভালোবাসা ও ক্ষুধাই তাদের এই পর্যায়ে নিয়ে এসেছে।


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

এ প্রসঙ্গে ডোনাল্ড বলেন, 'স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন নিজেদের ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে বিশেষ করে লাল বলের ফরম্যাটে। এটা অবিশ্বাস্য। তারা নিজেদের বেশ ভালোভাবে যত্ন নেয়। আমি মনে করি তাদের টেস্টেই সবচেয়ে ভালো মানায়।'


ডোনাল্ড মনে করেন এখন অনেক তরুণ পেসারের কাছেই অনুপ্রেরণার নাম অ্যান্ডারসন-ব্রড। অনেকেই তাদের মতো হতে চান। তার বিশ্বাস অনেকেই ব্রড-অ্যান্ডারসনকে জিজ্ঞেস করেন তাদের এতোদিন খেলার রহস্য কী। ডোনাল্ড অবশ্য নিজেই একটি উত্তর খুঁজে পেয়েছেন।


তিনি বলেছেন, 'তারা টেস্ট ক্রিকেট অনেক ভালোবাসে এবং বিশ্বের যেকোনো তরুণ পেস বোলারের কাছে তারা উদাহরণ স্বরূপ। যে কেউ জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড হতে চাইবে। আমার মনে হয় অনেকেই তাদের কাছে গিয়ে বসে এবং জিজ্ঞেস করে তাদের এতোদিন খেলার পেছনে রহস্য কী। এটা হলো তাদের ক্ষুধা, প্রত্যাশা এবং টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা।'


অ্যান্ডারসন-ব্রডের মাঝেই প্রতিদ্বন্দ্বিতা দেখেন ডোনাল্ড। তার বিশ্বাস দুজনই দুজনকে অনুপ্রাণিত করেন। এই প্রতিদ্বন্দ্বিতাই তাদের এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি বলেন, 'আমার মনে হয় তাদের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তারা একে অপরকে প্রেরণা যোগায়, একে অপরকে অনুপ্রাণিত করে এবং এভাবেই তারা নিজেদের ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। আমি তাদের জন্য শ্রদ্ধা ছাড়া আর কিছুই দেখছি না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball