promotional_ad

ইনিংস ব্যবধানে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

একদিনে ২০ উইকেট, মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান

২৫ জানুয়ারি ২৫
পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন নোমান আলী

দাপুটে ব্যাটিংয়ে আগে থেকেই পাকিস্তানকে এগিয়ে রেখেছিলেন সৌদ শাকিল, আঘা সালমান এবং আব্দুল্লাহ শফিকরা। কলম্বোতে উল্টো চিত্র দেখা মেলল শ্রীলঙ্কার ব্যাটিংয়ে। পাকিস্তানের ব্যাটাররা যেখানে অনায়াসে রান তুললেন সেখানে লঙ্কানরা যেন দাঁড়াতেই পারলেন না। নোমান আলীর ঘূর্ণিতে রীতিমতো বিধ্বস্ত স্বাগতিকরা। নোমানের ৭ উইকেটে স্বাগতিকরাদের ইনিংস ও ২২২ রানে হারাল পাকিস্তান। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো দিমুথ করুনারত্নের দল।


কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সকালের শুরুতে মোহাম্মদ রিজওয়ান হাফ সেঞ্চুরি পেতেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। লঙ্কানদের চেয়ে ৪১০ রানে এগিয়ে থেকে ৫ উইকেট ৫৭৬ রান নিয়ে ইনিংস করে বাবর আজমের দল। পিছিয়ে থেকে ব্যাটিং করতে নেমে জবাবটা বেশ ভালোভাবেই দিচ্ছিলো শ্রীলঙ্কা।


promotional_ad

উদ্বোধনী জুটিতে নিশান মাদুশঙ্কা ও করুনাত্নে মিলে যোগ করেন ৬৯ রান। তাদের দুজনের জমে উঠা জুটি ভাঙেন নোমান। বাঁহাতি এই স্পিনারের মিডল স্টাম্পে পড়া টসড আপ ডেলিভারি খানিকটা বাঁক খেয়ে মাদুশঙ্কার অফ স্টাম্পে আঘাত হানে। তাতে ৩৩ রান করে সাজঘরে ফিরে যেতে হয় তাকে। মাদুশঙ্কা ফেরার পর দ্রুতই আউট হয়েছেন করুনারত্নে।


নোমানের বলে একটু এগিয়ে এসে ডিফেন্স করতে চেয়েছিলেন লঙ্কান অধিনায়ক। তবে বাড়তি টার্নে ইনসাইজ হয়ে ইমাম উল হকের হাতে ধরা পড়েন ৪১ রান করা করুনারত্নে। দলের রান একশ হওয়ার আগে ফিরে গেছেন কুশল মেন্ডিসও। শাকিলের হাতে ক্যাচ বানিয়ে ১৪ রান করা এই ব্যাটারকেও আউট করেছেন নোমান।


দীনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভারা ছিলেন একেবারে ব্যর্থ। তারা দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ১১৪ বলে হাফ সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। তিনি টিকে থাকলেও কেউই ম্যাথিউসকে সঙ্গ দিতে পারেননি। সাদেরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিসরা একে একে বিদায় নিয়েছেন।


আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কাকে বোল্ড করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন নাসিম শাহ। পাকিস্তানের হয়ে একাই সাত উইকেট নিয়েছেন নোমান। এ ছাড়া তিনটি উইকেট নিয়েছেন নাসিম। দারুণ ব্যাটিংয়ে ম্যাচসেরা শফিক এবং সিরিজসেরা হয়েছেন সালমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball