অ্যান্ডারসন দুই বছর আগের মতোই ভালো বোলার: স্টোকস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
১৪ মার্চ ২৫
প্রথম দুই ম্যাচ হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। হ্যাডিংলি টেস্টে জয়ের পর ওল্ড ট্রাফোর্ডে দাপুটে লড়াই করেছিল স্বাগতিকরা। এতো কিছুর পরেও অ্যাশেজ পুনরুদ্ধারে ব্যর্থ হয়েছে বেন স্টোকসের দল। ইংল্যান্ডের সামনে এখনও সিরিজ হারের সম্ভাবনা উঁকি দিচ্ছে।
শেষ টেস্টে জিতে সিরিজ হার এড়ানোর বড় সুযোগ রয়েছে ইংল্যান্ডের সামনে। শেষ ম্যাচের জন্য ইংল্যান্ড অপরিবর্তিত একাদশ ঘোষণা করেছে। ফলে জেমস অ্যান্ডারসনের শেষ টেস্টে খেলা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল সেই ধোঁয়াশা কেটে গেছে।
ম্যানচেস্টারে সর্বশেষ টেস্টে খেলা হয়েছে মাত্র তিন দিন। শেষ দুদিনে মাত্র ৩০ ওভার খেলা হওয়ায় বোলাররা পর্যাপ্ত সময় পাননি। ফলে খুব বেশি ঘাম ঝড়াতে হয়নি ইংলিশ বোলারদের। ফলে শেষ টেস্টে ফুরফুরে মেজাজেই মাঠে নামতে চলেছে ইংল্যান্ড।

ইংলিশ অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন শেষ ম্যাচের পর সকলেই ফিট আছেন। তিনি বলেন, 'সত্যি কথা বলতে গেলে, চারটি ম্যাচ কঠিন ছিল। তবে এই বৃষ্টি থেকেও আমরা আমরা ইতিবাচক দিক দেখছি, সেটা হলো বোলাররা একটু বেশি বিশ্রাম পেয়েছে। আপনি এটাকে খুব ছোটো একটি ইতিবাচক দিক হিসাবে দেখতে পারেন।'
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
১২ এপ্রিল ২৫
অ্যান্ডারসন চলতি অ্যাশেজে ৩ ম্যাচে মাত্র ৪টি উইকেট পেয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে এই পেসার সেরা ফর্মে নেই। তবুও অভিজ্ঞ এই পেসারের ওপরই ভরসা রাখছে ইংল্যান্ড। স্টোকস মনে করেন দু বছর আগের মতো এখনও দুর্দান্ত বোলার অ্যান্ডারসন।
এই অভিজ্ঞ পেসারের প্রশংসা করে স্টোকস বলেন, 'আপনাদের পক্ষে এখানে বসে এটা বলা খুব কঠিন যে সে ভালো না। যদিও তার প্রভাব (ম্যাচে) ছিল না এবং যে উইকেট সে পছন্দ করে তা সে পায়নি। সে একজন গুণী পারফর্মার। জেমস অ্যান্ডারসন এই খেলার জন্য সেরা ফাস্ট বোলার। তিনি এখনও দুর্দান্ত, যেমন দুবছর আগে তিনি ছিলেন।'
ব্রড এই টেস্টেও থাকায় টানা পাঁচ টেস্টেই এই পেসারের সার্ভিস পেতে দেখা যাবে ইংল্যান্ডকে। চলতি অ্যাশেজে তিনিই ইংল্যান্ডের সেরা বোলার। তার ঝুলিতে গেছে ১৮ উইকেট। অ্যান্ডারসন ও ব্রডকে সঙ্গ দিতে দেখা যাবে ক্রিস ওকস ও মার্ক উডকে।
ইংল্যান্ড একাদশ-
বেন ডাকেট, জ্যাক ক্রলি, মঈন আলী, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসন, জস টাং ও ড্যান লরেন।