ইংল্যান্ডের অপরিবর্তিত স্কোয়াড, রেকর্ডের হাতছানি অ্যান্ডারসনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
১২ এপ্রিল ২৫
অ্যাশেজের পঞ্চম ও শেষ টেষ্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (পিসিবি)। ধোঁয়াশা রয়েছে শেষ টেস্টে জেমস অ্যান্ডারসনকে রাখবে কিনা ইংল্যান্ড। তারকা এই পেসারকে রেখেই অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি।
অ্যান্ডারসনের সামনে দারুণ এক রেকর্ড হাতছানি দিচ্ছে। টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট থেকে মাত্র ১১ উইকেট দূরে আছেন তিনি। তার আগে দুই স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন কেবল ৭০০ উইকেটের চূড়ায় পৌঁছেছেন।
ইতোমধ্যে ৪ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। এর ফলে অ্যাশেজের শিরোপা ধরে রাখা নিশ্চিত করেছে সফরকারীরা। রবিবার থেকে শুরু হওয়া শেষ টেস্টের ফলাফল তাই অস্ট্রেলিয়ার কাছে খুব একটা প্রভাব রাখবে না।

যদিও শেষ টেস্ট জিতে একটি লজ্জার রেকর্ড থেকে বাঁচতে চাইবে ইংল্যান্ড। ঘরের মাঠে গত ২২ বছর কোনো সিরিজ হাতছাড়া করেনি ইংল্যান্ড। এবার সেই লজ্জার দ্বারপ্রান্তে বেন স্টোকসের দল। চলতি অ্যাশেজে বল হাতে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন অ্যান্ডারসন।
তিন টেস্টে খেলে মাত্র চারটি উইকেট নিতে পেরেছেন তিনি। ওল্ড ট্রাফোর্ডে মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন অ্যান্ডারসন। যদিও হেডিংলিতে আগের টেস্টেই তাকে বিশ্রামে পাঠানো হয়েছিল। শেষ টেস্টে ইংল্যান্ডের একাদশে অ্যান্ডারসন থাকবেন কিনা সেটা সময়ই বলে দেবে।
ইংল্যান্ডের হাতে পেস বোলিং অপশন হিসেবে আছেন ওলি রবিনসন ও জস টাং। রবিনসনের খেলা না খেলার বিষয়টি নির্ভর করবে তার পিঠের চোটের অবস্থার ওপর। এদিকে চতুর্থ টেস্টের শেষদিকে পুরোদমে বোলিং করতে পারেননি উড ও ক্রিস ওকস। ব্রড বরাবরের মতোই ইংল্যান্ডের পেস আক্রমণের মূল ভরসা হয়ে আছেন।
ইংল্যান্ড স্কোয়াড-
বেন ডাকেট, জ্যাক ক্রলি, মঈন আলী, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসন, জস টাং ও ড্যান লরেন্স।