promotional_ad

বেতন নিয়ে অসন্তুষ্টি, কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি বাবররা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক

১০ মার্চ ২৫
মুশফিক-মাহমুদউল্লাহ, বিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দেশটির শীর্ষস্থানীয় ক্রিকেটারদের টানাপড়েন চলছে। পিসিবির ২০২২-২৩ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৩০ জুন। নতুন মৌসুমের এক মাস শেষ হলেও এখনও চুক্তিপত্রে স্বাক্ষর করেননি পাকিস্তানের ক্রিকেটাররা।


এমনটাই জানিয়েছে ইনসাইড স্পোর্টসসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম। জানা গেছে নতুন কেন্দ্রীয় চুক্তিতে বাবরদের বেতন বাড়ানো হলেও তা নিয়ে সন্তুষ্ট নন ক্রিকেটাররা। তারা বেতন বৃদ্ধির সঙ্গে বিমা সুবিধা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণ নীতিমালা ও লভ্যাংশ বন্টনের মতো বেশ কিছু নতুন বিষয়ের অন্তর্ভূক্তি চান তারা।


promotional_ad

অনেক সময় বড় ইনিজুরিতে শেষ হয়ে যায় ক্রিকেটারদের ক্যারিয়ার। সেই সময় পিসিবির কাছ থেকেও পর্যাপ্ত সহায়তা পান না ক্রিকেটাররা। এই সমস্যা থেকে বেরিয়ে আসতেই বিমা সুবিধা চান তারা। এমনকি আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে আইসিসি লভ্যাংহের ভাগ পেয়ে থাকে পিসিবি। এখান থেকে ভাগ চান ক্রিকেটাররা।


পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে নাজাম শেঠির নেতৃত্বাধীন সর্বশেষ ব্যবস্থাপনা কমিটি বাবরদের বেতন ৪৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ক্রিকেটাররা এর চেয়েও বেশি বেতন দাবি করেছেন। এর আগে গত মৌসুমে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ১০ শতাংশ বাড়ানো হয়েছিল।


এদিকে গত কয়েক বছরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ব্যপক হারে। যদিও অনেক টুর্নামেন্টে পাকিস্তানের ক্রিকেটাররা সুযোগ পেলেও যথা সময়ে অনেক ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দেয়া না। এমনকি কানাডা ও যুক্তরাষ্ট্রের লিগে ক্রিকেটারদের খেলতে দেয়ার বদলে ২৫ হাজার ডলার দাবি করেছিল পিসিবি।


এ কারণে পিসিবির অবহেলায় কোনো টুর্নামেন্টে পাকিস্তানের ক্রিকেটাররা না খেলতে পারলে পিসিবির কাছ থেকে ক্ষতিপূরণ চান ক্রিকেটাররা। পাকিস্তানের ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রীলঙ্কায়। এই সিরিজ শেষেই তারা পিসিবির নতুন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball