ক্যারিবীয় ক্রিকেটারদের বার্ষিক চুক্তি বন্ধ করার প্রস্তাব গাভাস্কারের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তারা বাছাই পর্ব থেকেই ছিটকে গেছে। এক সময়ের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ দলের এমন পতনে অবাক হয়েছেন সবাই। অনেক মনে করেন ওয়ানডের সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটার টেস্ট খেলতেও অনাগ্রহী হয়ে পড়েছেন।
এই সমস্যা থেকে বেরিয়ে আসতে ওয়েস্ট ইন্ডিজকে অনেকেই বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এবার এগিয়ে এসেছেন ভারতের সাবেক ওপেনার সুনীল গাভাস্কার। তিনি মনে করেন ক্যারিবীয় ক্রিকেটারদের বার্ষিক চুক্তি বন্ধ করে দিলেই এই সমস্যা থেকে পরিত্রাণ মিলবে ওয়েস্ট ইন্ডিজের।
এর পেছনে যুক্তিও দিয়েছেন তিনি। গাভাস্কার মনে করেন চুক্তিতে থাকার কারণে দেশের হয়ে খেলার আবেগ স্পর্শ করে না ক্যারিবীয় ক্রিকেটারদের। তবে টেস্ট ক্রিকেটের প্রতি তাদের আগ্রহ বাড়িয়ে তুলতে আকর্ষনীয় ম্যাচ ফি ও বোনাসের ব্যবস্থা করতে বলেছেন তিনি।

গাভাস্কার বলেন, 'এখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা টেস্ট খেলছে অথবা টি-টোয়েন্টি খেলছে। বিশ্বের সব প্লেয়াররা জানে তাদের এক বছরের চুক্তি রয়েছে। ফলে যাই খেলি না কেন টাকা আমি পাব। এটা আগে বন্ধ করা উচিত। বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের খেলা দেখে বোঝাই যায় না তারা দেশের জন্য খেলছে।'
আইপিএলের সীমানা বড় করার পরামর্শ গাভাস্কারের
১ এপ্রিল ২৫
ক্রিকেটারদের আর্থিক সুবিধা বৃদ্ধির পরামর্শ দিয়ে তিনি বলেন, 'আমার মতে এই বার্ষিক চুক্তি বন্ধ করে টেস্ট ম্যাচের ফি বাড়ানো হোক। সেই সঙ্গে প্রতিটি ম্যাচের পারফরম্যান্স দেখে ক্রিকেটারদের আর্থিক পুরস্কার করা হোক। তাহলে যদি ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করে।'
এক সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ক্লাইভ লয়েড, ম্যালকম মার্শাল, ভিভ রিচার্ডসের মতো ক্রিকেটার। তাদের বিপক্ষে খেলার আগেই প্রতিপক্ষ দলের অনেক ক্রিকেটারের হারহিম হয়ে যেত। সেই ওয়েস্ট ইন্ডিজ এখন বিশ্বকাপই খেলতে পারছে তা দেখে হতাশ গাভাস্কার।
হতাশার কথা জানিয়ে সাবেক এই ওপেনার বলেন, 'এই ক্যারিবিয়ান দল এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। যার মধ্যে প্রথমটিতে হারের মুখ দেখেছে। পাশাপাশি ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে তারা। স্বাভাবিক ভাবেই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারায় হতাশ প্রত্যেকেই।'
তিনি আরও যোগ করেন, 'ক্লাইভ লয়েড, মার্শাল, ভিভ রিচার্ডস, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিংয়ের মতো ক্রিকেটাররা খেলেছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে। আমাদের সময় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট মানে বিশাল ব্যাপার। এত তারকাদের বিরুদ্ধে খেলা। সত্যি সে কথা ভোলার নয়। আলাদা মাত্রা ছিল।'