‘কেবলই শুরু, আমি আরও ভালো করতে চাই’

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
জায়সাওয়ালের আউট নিয়ে সৈকতের পক্ষে শাস্ত্রী, বিপক্ষে গাভাস্কার
৩১ ডিসেম্বর ২৪
প্রথমবারের মত ভারতীয় দলে ডাক, অভিষেকের চাপে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারবেন তো ইয়াশভি জায়সাওয়াল ? এটাই ছিল হয়তবা সকলের প্রশ্ন। যদিও ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙ্গে এর জবাব দিচ্ছেন ২১ বছর বয়সী বাঁহাতি এই ওপেনার। ডমিনিকায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে শতকে গড়েছেন বেশ কিছু নতুন রেকর্ড। ভিরাট কোহলিকে সঙ্গে নিয়ে এখনো দেখিয়ে যাচ্ছেন নিজের কারিশমা, অপরাজিত আছেন ১৪৫ রানে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিত শর্মাদের শুরুটা হয়েছে দুর্দান্ত ভাবে। স্বাগতিকরা টেস্টের প্রথম ইনিংসেই বোলিং তোপের মুখে পরেছিল, ১৫০ রাতে গুটিয়ে ফেলা ক্যারিবিয়ানদের এবার ব্যাটিং ম্যাজিক দেখাচ্ছেন অভিষিক্ত জায়সাওয়াল। রোহিতকে সঙ্গে নিয়ে গড়েছেন বেশ কিছু রেকর্ড। জায়সাওয়ালের ও রোহিতের ওপেনিংয়ে জুটিতে গতকাল এসেছিল ২২৯ রান, যা এশিয়ার বাইরে ভারতের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। ফলে ১৯৭৯ সালে গড়া চেতন চৌহান ও সুনীল গাভাস্কারের গড়া ২১৩ রানের জুটিকে পেছনে ফেলেছেন তারা।

অভিষেকে নিজের কারিশমা দেখানো জয়সাওয়াল নিজের ইনিংসকে আবেগপূর্ণ বলে জানিয়েছেন এ সময় তিনি ধন্যবাদ জানান সকলকে, 'আমি মনে করি এটি আমার জন্য একটি আবেগপূর্ণ ইনিংস, ভারতীয় দলে সুযোগ পাওয়াটা কঠিন, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, সমর্থক, টিম ম্যানেজমেন্ট এবং রোহিত ভাইকে।'
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
এদিকে দূর্দান্ত ব্যাটিং করা জায়সাওয়াল ইতোমধ্যেই খেলেছেন ৩৫০ বল, ফলে ভারতীয়দের মধ্যে অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডটি এখন তার। এই রেকর্ডটিতে আগে নাম ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের। নিজের অভিষেক ম্যাচে সাবেক ভারতীয় অধিনায়ক ১১০ রান করা ইনিংসে খেলছিলেন ৩২২ বল। একই দিনে জায়সাওয়াল ছাড়িয়ে গেছেন আরেক সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও।
লর্ডসে নিজের অভিষেক টেস্টে ১৩১ রানের ইনিংস খেলছিলেন কলকাতার মহারাজা সৌরভ। ১৯৯৬ সালের সেই ইনিংস জায়সাওয়াল টপকেছেন গতকালই। তবে সাবলীলভাবে খেলতে নিজের ইনিংসটি সহজ ছিল না এই ওপেনারের জন্য।
'পিচটি ধীর গতির ছিল এবং আউটফিল্ডও খুব ধীর ছিল, এটি কঠিন এবং চ্যালেঞ্জিং। এখানে বেশ গরম কিন্ত আমি নিজের দেশের জন্য এটি (ইনিংসটি) চালিয়ে যেতে চেয়েছিলাম। আমি শুধু বল-বাই-বল খেলেছি এবং আমার ক্রিকেট উপভোগ করতে চেয়েছিলাম। আমি টেস্ট ক্রিকেটকে ভালোবাসি। আমি এই চ্যালেঞ্জ পছন্দ করি, বল সুইং হলেও পরিস্থিতি উপভোগ করি।'
নিজের চেষ্টা এবং কঠোর পরিশ্রমের ফল পেয়ে খুশি তরুণ এই ব্যাটার, 'আমরা সবকিছুর জন্য কঠোর পরিশ্রম করেছি, আমি নিজেকে প্রকাশ করার চেষ্টা করেছি। এই মুহূর্ত ছিল আবেগপূর্ণ (নিজের সেঞ্চুরিতে), আমি নিজেকে নিয়ে গর্বিত, সকলকে ধন্যবাদ, এটি কেবল একটি শুরু, আমি আরও ভালো করতে চাই।'