promotional_ad

জিততেই হবে ভেবে ক্রিকেটারদের চাপ নিতে না করছেন রশিদ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ

১৯ ফেব্রুয়ারি ২৫
শুভমান গিল ও মাহিশ থিকশানা

ক্রিকেট, ফুটবল, রাগবি কিংবা যুদ্ধের ময়দান, কোথাও কেউই হারতে চান না। তবুও সামর্থ্য, মাঠে কিংবা রণক্ষেত্রে নিজেদের সেরাটার ওপর নির্ভর করে হারতে হয় একটি পক্ষকে। সেটা জানেন রশিদ খান নিজেও। তাই তো ফলাফল নিয়ে খুব বেশি ভাবছেন না।


রশিদের কাছে ম্যাচের জন্য প্রস্তুতি আর মাঠে নিজেদের সেরাটা দেয়াই গুরুত্বপূর্ণ। অধিনায়ক হওয়ায় সতীর্থদের প্রতিও তার বার্তাটা এমনই। সেই সঙ্গে ক্রিকেটারদের পরিস্কার জানিয়ে দিয়েছেন জিততেই হবে, ট্রফি নিয়ে যেতে হবে এসব নিয়ে ভেবে চাপ না নিতে।


promotional_ad

সিলেটের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে রশিদ বলেন, ‘আমাদের জন্য প্রস্তুতিই আসল, সেটা আমার জন্য। আমি কখনই ফলাফল নিয়ে ভাবি না। এটা দলের সবাইকে পরিস্কার করে জানিয়ে দেয়া আছে যে জিততেই হবে এটা ভেবে যেন চাপ না নেয়। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রস্তুতি এবং মাঠে শতভাগ দেয়া।’


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

‘সেটা বোলিং, ব্যাটিং যেটাই হোক। আপনি যদি এটা মাথায় রাখেন তাহলে আপনি সঠিক ফলই পাবেন। যদি আপনি শুধু ভাবেন যে আমাদের ম্যাচ দুটি জিততে হবে, ট্রফি নিয়ে যেতে হবে....। আমার কাছে এটা পরের বিষয়। অন্য দলের মতো আমাদেরও মূল লক্ষ্য দিনকে দিন উন্নতি করা।’


২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে খেলতে এসে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এদিকে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। অথচ এবছর বাংলাদেশে খেলতে এসে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছে জস বাটলারের দল।


বাংলাদেশে এসে জিতে যাওয়াটা যে সহজ নয় সেটাই মনে করিয়ে দিয়েছেন রশিদ। যদিও তারা স্পিন উইকেটের কারণে পিছিয়ে পড়ে সেটা বলছেন আফগান অধিনায়ক। রশিদ বলেন, ‘আমরা দেখেছি দলগুলো এখানে এসেছে কিন্তু তারা জিতে যেতে পারেনি। কিন্তু সত্যি বলতে তারা ভিন্ন ধরনের কন্ডিশন পায়, যা স্পিন বান্ধব হয়ে থাকে।’


‘আমরা এমন উইকেট পাই না। সামনের বছর বিশ্বকাপ আছে তাই আমার জন্য দল হিসেবে প্রস্তুতির ব্যাপার। এটাই আমাদের মূল লক্ষ্য হবে। আমরা যে জায়গাগুলোতে ধুঁকছি দিনকে দিন আমরাদের সেসব উন্নতি করে যেতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball