বাজবলের পর আসছে ‘পাকিস্তান ওয়ে’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
১৮ এপ্রিল ২৫
টেস্ট ক্রিকেটে নিজেদের খেলার ধরনে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড। এবার একই পথে পা বাড়াচ্ছে পাকিস্তান। আসন্ন শ্রীলংকা সিরিজকে সামনে রেখে করাচীতে অনুশীলনে ব্যস্ত পাকিস্তান ক্রিকেটাররা। যেখানে গতকাল (বুধবার) লাল বলের অনুশীলনে বড় শট খেলতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় পাকিস্তানি ক্রিকেটারদের। সাদা পোশাকে এবার তারা নতুনভাবে নিজেদের প্রকাশ করতে চায়।
চলতি মাসের ১৬ জুলাই থেকে শ্রীলঙ্কার গলে টেস্ট লড়াইয়ে মাঠে নামবে বাবর আজমরা । সেই ম্যাচ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে দল দু'টো। তবে সেই সিরিজে পাক ক্রিকেটাররা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে বলেই ধারনা করা হচ্ছে। দলটি বর্তমানে করাচীর ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে চলমান অনুশীলন ক্যাম্পে প্রস্তুতি নিচ্ছে।
অনুশীলন শেষে পাকিস্তান ব্যাটার সৌদ শাকিল বলেন, 'আমরা নিজেদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি এবং নতুন কিছু শেখার জন্য নিজেদের মনোনিবেশ করছি। সাধারণত আমি রিভার্স সুইপ খেলি না, তবে আমি নিজের খেলায় এই শটটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।'
তবে এমন চিন্তাভাবনা নিজ থেকে নয় বরং টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, 'টিম ম্যানেজমেন্ট আমাদের স্পষ্ট বার্তা দিয়েছে যে, আমাদের দক্ষতা নিয়ে কাজ করতে হবে।'

নিজেদের ক্রিকেট তো বটেই, টেস্ট ক্রিকেটেও বিশাল পরিবর্তন ঘটাতে যাচ্ছে ইংল্যান্ড। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের বাজবল তত্ত্বে লাল বলে আক্রমণাত্মক ক্রিকেট খেলা শুরু করেছে ইংলিশরা। ভালো রান রেট বজায় রেখে এই সংস্করণে সাফল্যের পেতে বাজবল এক নতুন কায়দা।
ইংল্যান্ডের দেখানো পথে এবার হাটতে যাচ্ছে পাকিস্তান, টিম ডিরেক্টর মিকি আর্থারের অধীনে পাকিস্তানের নতুন ম্যানেজমেন্ট "পাকিস্তান ওয়ে" তত্ত্ব চালু করতে যাচ্ছে, যা ক্রিকেটারদের আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গির দিকে ইঙ্গিত করছে।
শাকিল আরও বলেন, 'বাজবল ইংল্যান্ডের পদ্ধতি কিন্তু আমরা মাঠে যেটা প্রদর্শন করব সেটা আমাদের নিজস্ব পদ্ধতি হবে।'
২৭ বছর বয়সী শাকিল গত বছরের শেষদিকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তান টেস্ট দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৫ রানের দেখা পেয়েছিলেন। তবে নিজেকে নিয়ে আরও কাজ করতে চান এই ক্রিকেটার, 'আমি নিজের মৌলিক বিষয়গুলোকে আরও শক্তিশালী করার চেষ্টা করছি, সাথে আমার স্ট্রাইক রোটেশন নিয়েও কাজ করছি।'
ক্রিকেটারদের এমন মনোভাব এবং প্রস্ততি পাকিস্তান টেস্ট ক্রিকেটে নতুনত্ত নিয়ে আসছে সেটা বলা যেতেই পারে। ইংল্যান্ডের বাজবলের পর কেমন হবে পাকিস্তান ওয়ে , সেটাই এখন দেখার বিষয়। চলতি মাসে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।