promotional_ad

টি-টোয়েন্টি দলে জয়সাওয়াল-তিলক, নেই কোহলি-রোহিত

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সুপার ওভারে জয়সাওয়ালকে না দেখে অবাক হয়েছেন অক্ষর-স্টার্ক

১৭ এপ্রিল ২৫
উইকেট নেয়ার পর স্টার্কের সঙ্গে দিল্লি ক্রিকেটারদের উদযাপন, আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে ব্যাট হাতে রীতিমতো চমক দেখিয়েছেন যশস্বী জয়সাওয়াল। জস বাটলারদের ব্যর্থতার মাঝে নিজেকে পুরোপুরি মেলে ধরেন বাঁহাতি এই ওপেনার। দলকে প্লে অফে তুলতে না পারলেও রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৪ ম্যাচে ৬২৫ রান করেছিলেন জয়সাওয়াল।


১৬৩.৬১ স্ট্রাইক রেট এবং ৪৮.০৭ গড়ে ব্যাটিং করা জয়সাওয়ালের এক সেঞ্চুরির সঙ্গে ছিল পাঁচটি হাফ সেঞ্চুরি। আইপিএলের এমন পারফরম্যান্সে প্রথমবারের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জয়সাওয়াল।


promotional_ad

বাঁহাতি এই ওপেনারের সঙ্গে প্রথমবারের মতো ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পড়েছে তিলক ভার্মার। চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবারের আসরে সব ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে ১১ ইনিংসে ৩৪৩ রান করেছেন তিলক। ২০ ওভারের ক্রিকেটে ভারতের মিডল অর্ডারে বড় অস্ত্র হতে পারেন তিনি।


আরো পড়ুন

তিলক-হার্দিকের ঝড় থামিয়ে ওয়াংখেড়েতে জিতল বেঙ্গালুরু

৭ এপ্রিল ২৫
১৫ বলে ৪২ রানের ইনিংস খেলেও মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতাতে পারেননি হার্দিক পান্ডিয়া, বিসিসিআই

টি-টোয়েন্টিতে ৪০ গড়ে ব্যাটিং করা তিলকের স্ট্রাইক রেট ১৪২.৫৪। তিলক ও জয়সাওয়ালের ডাক পাওয়ার সিরিজে নেই অভিজ্ঞ দুই ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর থেকেই স্কোয়াডে রাখা হচ্ছে তাদের দুজনকে।


ধারণা করা হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাদের দুজনকে টি-টোয়েন্টি দলে রাখা হচ্ছে না। তবে ভারতের বেশ কিছু গণমাধ্যমের দাবি, টি-টোয়েন্টিতে আর কখনও দেখাই যাবে না রোহিত ও কোহলিকে। রোহিতের অনুপস্থিতি ভারতকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া।


ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার নেতৃত্বেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। যেখানে হার্দিকের সহকারী হিসেবে থাকছেন সূর্যকুমার যাদব। স্পিনার হিসেবে রাখা হয়েছে অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব এবং রবি বিষ্ণই। পেস ইউনিটে রয়েছেন আর্শদ্বীপ সিং, উমরান মালিক, আভেষ খান এবং মুকেশ কুমার।


ভারতের টি-টোয়েন্টি দল: ইশান কিশান, শুভমান গিল, যশস্বী জয়সাওয়াল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণই, আর্শদ্বীপ সিং, উমরান মালিক, আভেষ খান এবং মুকেশ কুমার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball