promotional_ad

মাসসেরার লড়াইয়ে হাসারাঙ্গার সঙ্গী উইলিয়ামস-হেড

আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বর্ষসেরার মনোনয়ন পেলেন ৮ ক্রিকেটার

২৯ ডিসেম্বর ২৪
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের জন্য মনোনয়ন পেয়েছেন ৮ ক্রিকেটার

জিম্বাবুয়েতে চলছে বিশ্বকাপ বাছাই পর্ব। অন্যদিকে ইংল্যান্ডে চলছে অ্যাশেজ সিরিজ। আইসিসির 'প্লেয়ার অব দ্য মান্থেও' প্রভাব রেখেছেন দুই জায়গাতে খেলা ক্রিকেটাররাই। জুন মাসের সেরার লড়াইয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও জিম্বাবুয়ের শন উইলিয়ামস।


নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট, অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। প্রত্যেকেই জুন মাস জুড়ে দারুণ পারফর্ম করে প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন পেয়েছেন।


promotional_ad

হাসারাঙ্গা বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন। এমনকি এখনও পর্যন্ত ২০ উইকেট নিয়ে বাছাই পর্বের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। এমন পারম্যান্সেই মাস সেরা হওয়ার দৌড়ে অন্যদের চেয়ে বেশ এগিয়ে আছেন এই লঙ্কান স্পিনার।


আরো পড়ুন

বিধ্বংসী ব্যাটিং মন্ত্রে হেড-অভিষেকেই ভরসা হায়দরাবাদের

২২ মার্চ ২৫
ট্রাভিস হেড ও অভিষেক শর্মাতেই আস্থা সানরাইজার্স হায়দরাবাদের, ফাইল ছবি

তার প্রতিদ্বন্দ্বী হেড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দারুণ পারফরম্যান্স করে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। হাঁকিয়েছিলেন একটি সেঞ্চুরিও। মাত্র ৭৬ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে ১৭৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলে পথ দেখিয়েছিলেন হেড।


এরপর অ্যাশেজেও হেসেছে হেডের ব্যাট। প্রথম টেস্টে ৫০ ও ১৬ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৭৭ ও ৭ রানের ইনিংস। এই পারফরম্যান্সগুলোই তাকে জায়গা করে দিয়েছে মাস সেরার সংক্ষিপ্ত তালিকায়।


বিশ্বকাপ বাছাই পর্বে আলো ছড়িয়েছেন জিম্বাবুয়ের ব্যাটার উইলিয়ামস। এই টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি করে জিম্বাবুয়েকে একাই টেনেছেন তিনি। তবে তার দল বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। নেপালের বিপক্ষে তার ১০২ রানের ইনিংসে বড় জয় পেয়েছিল জিম্বাবুয়ে। 


এরপর নেদারল্যান্ডের বিপক্ষে ৯১ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ২৩ রান। পরের দুই ম্যাচে টানা দুই সেঞ্চুরি হাঁকান এই ব্যাটার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৭৪ রান করার পর ওমানের সঙ্গে তিনি খেলেন ১৪২ রানের ইনিংস। এই পারফরম্যান্সে মাস সেরার লড়াইয়ে যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন উইলিয়ামস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball