হেডিংলিতে তিনে ব্রুক, একাদশে ফিরলেন মঈন-ওকস-উড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
লর্ডস টেস্টে লোয়ার অর্ডারে ব্যাটারদের ঘাটতি বেশ ভালোভাবেই টের পেয়েছে ইংল্যান্ড। এবার সেই ঘাটতি পূরণ করতেই হেডিংলিতে ক্রিস ওকস ও মঈন আলীর মতো অলরাউন্ডারকে নিয়ে মাঠে নামতে চলেছে ইংলিশরা।
প্রথম দুই টেস্টে একাদশে থাকলেও বল হাতে খুব বেশি প্রভাব রাখতে পারেননি জেমস অ্যান্ডারসন। দুই ম্যাচে মোটে তিন উইকেট পেয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের পর তাকে ছাড়াই তৃতীয় টেস্টে মাঠে নামতে চলেছে স্বাগতিকরা।

তার পরিবর্তে ইংল্যান্ডের বোলিং লাইনআপে দেখা যাবে আরেক পেসার মার্ক উডকে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে অ্যান্ডারসন ও জস টাংকে বিশ্রাম দেয়া হয়েছে। এ ছাড়া ওলি পোপ ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন।
পোপ ইংল্যান্ডের বিশেষজ্ঞ তিন নম্বর ব্যাটার ছিলেন। তিনি ছিটকে যাওয়ায় ব্যাটিং অর্ডার সাজাতেই হিমশিম খেতে হবে ইংল্যান্ডকে। ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে পোপ না থাকায় তৃতীয় টেস্টে তিন নম্বরে ব্যাট করবেন হ্যারি ব্রুক।
টেস্টে এবারই প্রথম ৩ নম্বরে খেলবেন এ তরুণ ব্যাটার। এ???িকে ২০২২ সালের মার্চের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে চলেছেন ওকস। আর উড তার সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের ডিসেম্বরে। দীর্ঘ বিরতির পর ফিরে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর পথ সুগম করাই লক্ষ্য হবে এই দুই পেসারের।
ইংল্যান্ড একাদশ:
বেন ডাকেট, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, জো রুট, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন, মঈন আলী, ক্রিস ওকস ও মার্ক উড।