promotional_ad

‘বেয়ারস্টোর স্টাম্পিংয়ে ক্রিকেটের স্পিরিটের প্রশ্নই আসে না’, বলছেন কামিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

লর্ডস টেস্টের শেষ দিনে জনি বেয়ারস্টোর স্ট্যাম্পিং নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। এই ঘটনাকে কেন্দ্র করে দু'দেশের প্রধানমন্ত্রীও জড়িয়েছেন। তবে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স বলছেন, এটা খুবই সাধারণ বিষয় ছিল। তার মতে লর্ডসে বেয়ারস্টোর স্ট্যাম্পিংয়ের ক্ষোভের মধ্যে ক্রিকেটের চেতনা খোঁজার কোনো অর্থই হয় না।


অ্যাশেজে টানা দুই হারে ২-০ তে পিছিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ডরা, নিজেদের বাজবল তত্ত্বেই অজিদের কাছে ধরাশায়ী হয়েছে তারা। লর্ডসে বেন স্টোকসের দুর্দান্ত ১৫৫ রানের ইনিংসের পরেও ৪৩ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। তবে ম্যাচে আলোচনায় আসে বেয়ারস্টোর স্ট্যাম্পিং। যাকে কেন্দ্র করে জলঘোলা কম হয়নি, তবে কামিন্সের মতে এবার সেটা থামা উচিৎ।


promotional_ad

অজি অধিনায়ক কামিন্স বলেন, 'আমার মতে এটা খুব সাধারণ ব্যাপার ছিল, অবশ্যই এই বিষয়ে প্রত্যেকেরই শক্ত মতামত রয়েছে। তবে আমার মতে এখানে আলোচনার কিছুই নেই, এটা আউট। জুতা পায়ে অন্য কেউ এমন আউট হলে আমি প্রতিপক্ষের দিকে তাকিয়ে থাকতাম না, আমি সম্ভবত আমাদের নিজের ব্যাটারের কথাই ভাবতাম এবং ব্যাপারটি বোকামি হতো।'


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

'কয়েক বছর পর আমাকে আবার জিজ্ঞাসা করে দেখতে পারেন (হাসি)। এরকম একটা আউটের পর আসলে ক্রিকেটের স্পিরিটের কোনো প্রশ্নও আসে না। এটা ছিল খুবই সাধারণ একটি স্টাম্পিং।'


বেয়ারস্টোর এমন আউট পরাজয় এড়ানোর উপায় ছিল কিনা জানতে চাইলে, অজি অধিনায়ক সরাসরি এর কোনও উত্তর দেননি। তার দল যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে তাতেই বেশ মুগ্ধ হয়েছেন কামিন্স। ঘটনার তাৎক্ষণিক মুহূর্ত থেকে শুরু করে লং রুমের বিতর্কের ব্যাপারে এখন পর্যন্ত নিজ ইচ্ছায় কোনও খেলোয়াড় কিছুই বলেননি।


নিজের দলের প্রশংসা করে কামিন্স বলেন, 'আমি জানি আমাদের দল কি করে, আমরা সর্বদা নিজেদের উপর মনোনিবেশ করি। আমরা যা করি সেটা আমরা গভীরভাবে লক্ষ্য করি এবং সেখানে কোনও ভুল থাকলে সেটা সংশোধন করার চেষ্টা করি। আমরা কোনও সিদ্ধান্ত শর্তের জন্য দোষারোপ করি না। আমি সত্যিই গর্বিত আমাদের ছেলেরা এই সফরে যেভাবে নিজেদের পরিচালনা করেছে, বিশেষ করে পঞ্চম দিনে। ছেলেরা যেভাবে প্রতিপক্ষ, আম্পায়ার এবং দর্শকদের সম্মান দেখিয়েছে, সেটা প্রশংসনীয়।'

লর্ডসের সেই বিতর্কিত উইকেট নিয়ে ব্রেন্ডন ম্যাককালামের মন্তব্যে বিস্মিত হয়েছেন অজি অধিনায়ক, ইংল্যান্ড কোচ বলেছিলেন তিনি শীঘ্রই অস্ট্রেলিয়ার সাথে বিয়ার পান করতে বসবেন না। ম্যাককালামের এমন মন্তব্য শুনে কামিন্স বলেন, 'আমি জানি সে বিয়ার কতটা ভালোবাসে, তাই এটা আমার কাছে আশ্চর্যজনক ছিল। হয়তো আমরা বিষয়টা অন্যভাবে দেখছি।' ইংল্যান্ড কোচের এমন অভিব্যক্তিতে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড 'হতাশাজনক' বলে অভিহিত করেছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball