হেডিংলিতে মঈনকে পাওয়ার আশায় ইংল্যান্ড

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন
২৭ মার্চ ২৫
এজবাস্টন টেস্টে আঙুলের চোটে পড়েছিলেন মঈন আলী। তবে সেই চোট থেকে আস্তে আস্তে সেরে উঠতে শুরু করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। হেডিংলিতে দেখা যেতে পারে মঈনকে! এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ জিতান প্যাটেল।
জ্যাক লিচের চোটে অবসর ভেঙে এজবাস্টন টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছিলেন মঈন। ২১ মাস পর টেস্ট খেলতে নেমে আলো ছড়াতে পারেননি তিনি। ব্যাটে হাতে দুই ইনিংসে ৩৭ রান করা এই ক্রিকেটার নিষ্প্রভ ছিলেন বল হাতেও।

বোলিংয়ে দুই ইনিংসে ৪৭ ওভার বোলিং করে ২০৪ রান দিয়ে মাত্র ৩ উইকেট পেয়েছিলেন মঈন। ম্যাচ চলাকালীন চোট পেলেও শেষ পর্যন্ত বোলিং করে গেছেন ৩৫ বছর বয়সি এই ক্রিকেটার। তবে লর্ডসে খেলা হয়নি তার। তার অভাব পূরণে স্কোয়াডে যুক্ত করা হয় রেহান আহমেদকে।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
যদিও লর্ডস টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন পেসার জশ টাং। লর্ডসে স্পিনারদের জন্য খুব বেশি কিছু না থাকলেও মঈন থাকলেও একাদশ ভিন্ন হতে পারতো বলে জানান বেন স্টোকস। টেস্ট দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামও জানিয়েছিলেন, ফিট থাকলে দ্বিতীয় টেস্টে খেলবেন মঈন।
এদিকে চোট থেকে সেরে উঠার পথেই রয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। লর্ডস টেস্ট চলাকালীন বোলিং শুরু করেছেন তিনি। ৬ জুলাই বৃহস্পতিবার থেকে হতে যাওয়া তৃতীয় টেস্টে মঈনের খেলার সম্ভাবনা দেখছেন প্যাটেল। ডানহাতি এই স্পিনার যে সেরে উঠছেন সেটা নিশ্চিত করেছেন তিনি।
প্যাটেল বলেন, ‘আগামী কয়েকদিন সব কিছু ঠিক থাকলে, তিনি আঙুলকে বিশ্রাম দেবেন, হেডিংলিতে যাবেন এবং খেলতে প্রস্তুত থাকবেন। ম্যাচের শেষে এটা (চোটে পড়া) খুব হতাশাজনক ছিল… আমরা যতটা সম্ভব সারিয়ে তোলার চেষ্টা করেছি। দেখা যাচ্ছে, আঙুল ভালো অবস্থায় আছে; চোট খুবই ভালোভাবে সারছে।’