promotional_ad

শেষ ম্যাচে দাপুটে জয়ে আক্ষেপ বাড়াল আয়ারল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৮ ছক্কায় ১৬ বলে হাফ সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড

২৩ মে ২৫
আয়ারল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছেন ম্যাথু ফোর্ড

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে আয়ারল্যান্ডের। নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তারা দাপুটে জয় তুলে নিয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে ৪ ম্যাচ খেলা আয়ারল্যান্ডের এটাই একমাত্র জয়।


এই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ৩৪৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল। জবাবে ২১১ রানে অল আউট হয় আরব আমিরাত। বড় লক্ষ্যে খেলতে নেমে লড়াই জমাতেই ব্যর্থ হয়েছে আরব আমিরাত। শুরু থেকেই তারা উইকেট হারাতে থাকে।


promotional_ad

টপ অর্ডারে মোহাম্মদ ওয়াসিমের ৪৫, মিডল অর্ডারে বাসিল হামিদের ৩৯ ও লোয়ার অর্ডারে সঞ্চিত শর্মার ৪৪ রানে দুইশ পার হয় আরব আমিরাতের ইনিংস। আইরিশদের হয়ে দুটি করে উইকেট নেন জসুয়া লিটল, অ্যান্ডি ম্যাকব্রেইন, জর্জ ডকরেল ও কার্টিস ক্যাম্ফার। একটি উইকেট যায় ব্যারি ম্যাকার্থির ঝুলিতে।


আরো পড়ুন

প্রথম ম্যাচ হেরেও সিরিজ জয়ের বিশ্বাস ছিল আমিরাতের

২২ মে ২৫
সিরিজ জিতে উল্লাসে মত্ত আমিরাতের ক্রিকেটাররা, ফাইল ফটো

এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আরব আমিরাতের বোলারদের ওপর চড়াও হন দুই আইরিশ ওপেনার অ্যান্ডি ম্যাকব্রেইন ও পল স্টার্লিং। অবশ্য ম্যাকব্রেইন ২৪ রানের বেশি করতে পারেননি। এরপর দ্বিতীয় উইকেটে অ্যান্ড্রু বালবির্নিকে নিয়ে ১৮৪ রানের জুটি গড়েন স্টার্লিং।


এরপর তৃতীয় উইকেটে হ্যারি টেক্টরকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন স্টার্লিং। এই জুটিতে তারা তোলেন ৫৭ রান। ৩৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেয়া স্টার্লিং আউট হন  ১৩৪ বলে ১৬২ রান করে। তার ইনিংস জুড়ে ছিল ৮টি ছক্কা ও ১৬টি চারের মার।


টেক্টর আউট হয়েছেন ৩৩ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলে। শেষদিকে লরকার টাকার ১৯ ও জর্জ ডকরেল ১৫ রান করে অপরাজিত থেকে আয়ারল্যান্ডের স্কোরটাকে সাড়ে তিনশোর কাছাকাছি নিয়ে যান। আরব আমিরাতের হয়ে একাই তিন উইকেট নেন সঞ্চিত শর্মা। একটি উইকেট যায় আলী নাসেরের ঝুলিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball