স্কটল্যান্ডকে হারিয়ে শীর্ষে থেকে সুপার সিক্সে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে
১৩ ঘন্টা আগে
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ২৪৫ রান করে অল আউট হয়েছিল লঙ্কানরা। জবাবে ১৬৩ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। এই ম্যাচে হারলেও 'বি' গ্রুপে দুই নম্বরে থেকে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে বাড়তি দুই পয়েন্ট নিয়ে সুপার সিক্সে যাওয়ার সুযোগ ছিল স্কটিশদের।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে স্কটল্যান্ড। টপ অর্ডারে ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডের ২৯ ছাড়া আর কেউই রান করতে পারেননি। মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করে স্কটল্যান্ডকে একাই টেনেছেন ক্রিস গ্রেভস।

তিনি ৪১ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেললেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। তার ইনিংস জুড়ে ছিল দুটি ছক্কা ও ৭টি চারের মার। শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা একাই নিয়েছেন ৩ উইকেট। ওয়ানিন্দু হাসারাঙ্গা দুটি ও একটি করে উইকেট নেন কাসুন রাজিথা, লাহিরু কুমারা ও দাসুন শানাকা।
স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের জয়ের হ্যাটট্রিক
১৫ এপ্রিল ২৫
এর আগে এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি শ্রীলঙ্কা। দলীয় ৪৩ রান??র মধ্যে দীমুথ করুনারত্নে ও কুশাল মেন্ডিসের উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা। এরপর পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা ৫৫ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার প্রাথমিক বিপর্যয় সামাল দেন।
সামারাবিক্রমা আউট হন ২৬ রান করে। এরপর চারিথা আসালাঙ্কাকে নিয়ে আরেকটি জুটি গড়েন নিশাঙ্কা। ৮৫ বলে ৭৫ রান করে নিশাঙ্কা ফিরে গেলে এই জুটি ভাঙে। আসালাঙ্কা আউট হন ৬৩ রান করে। এরপর আর কেউই বড় রান গড়তে পারেননি।
ধনঞ্জয়া ডি সিলভার ৩১ বলে ২৩, ওয়ানিন্দু হাসারাঙ্গার ২১ বলে ১৬ ও মাহিশ থিকশানার অপরাজিত ২১ বলে ১৬ রানের ইনিংসে আড়াইশর কাছাকাছি যায় শ্রীলঙ্কার ইনিংস। স্কটল্যান্ডের হয়ে ক্রিস গ্রেভস ৪টি, মার্ক ওয়াট ৩টি ও ২টি উইকেট নেন ক্রিস সোল। একটি উইকেট গেছে অ্যালাসডায়ার ইভান্সের ঝুলিতে।