ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে রেহান
.webp)
ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন
২৭ মার্চ ২৫
অবসর ভেঙে এজবাস্টন টেস্ট খেললেও পারফরম্যান্সে আলো কাড়তে পারেননি মঈন আলী। সেই সঙ্গে আঙুলের চোটে ভুগছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। লর্ডসে খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তাই ঝামেলা এড়াতে স্কোয়াডে রেহান আহমেদকে যুক্ত করেছে ইংল্যান্ড।
অ্যাশেজের প্রথম টেস্টের দুই ইনিংস মিলে বল হাতে ২০৪ রান দিয়ে মাত্র ৩ উইকেট পেয়েছিলেন। ব্যাট হাতেও খুব একটা সফল ছিলেন না বাঁহাতি এই ব্যাটার। প্রথম ইনিংসে ১৮ রান করা মঈন ইনিংসে করেছিলেন ১৯ রান।

যদিও মঈনের পারফরম্যান্সে খুশি প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তবে খানিকটা চোটের শঙ্কা থাকায় সতর্কতার জন্য রেহানকে দলে যুক্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মাত্র ১৮ বছর বয়সেই ইংলিশদের হয়ে অভিষেক হয়েছে রেহানের।
পাকিস্তানের বিপক্ষে অভিষেক সেই ম্যাচে ৪৮ রানে ৫ উইকেট নিয়ে কীর্তি গড়েছিলেন তরুণ এই লেগ স্পিনার। যদিও লেস্টারশায়ারের হয়ে এবারের কাউন্টি মৌসুমটা বল হাতে ভালো কাটছে না তার। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন তিনি। যেখানে প্রতি উইকেটের জন্য রেহান রান খরচ করেছেন ৬৬.৬৭ গড়ে।
ব্যাট হাতে অবশ্য ভালোই ছন্দে আছেন রেহান। চার হাফ সেঞ্চুরিতে ৩৮.৪৫ গড়ে করেছেন ৪২৩ রান। গ্ল্যামারগনের বিপক্ষে একটি ৯০ রানের ইনিংসও রয়েছে তার। সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটে হেরেছে ইংল্যান্ড। অ্যাশেজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী ২৮ জুন, লর্ডসে। এর আগে দলের সঙ্গে যোগ দেবেন রেহান।
এদিকে মঈন ফিট থাকলে তাকে লর্ডসে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন ম্যাককালাম। তিনি বলেন, ‘আশা করি আমরা মঈনের সেরাটা পাবো। পরের ম্যাচে এটি আমাদের তাকে নির্বাচন করতে সুযোগ দেবে।’
‘সে যদি ঠিক থাকে তাহলে লর্ডসে তাকে নির্বাচিত করা হবে। আমার মনে হয় সে দারুণ কাজ করেছে (এজবাস্টন টেস্টে)। বেশ কয়েকটি দারুণ ডেলিভারি করেছে, যা আসলে তার কাজ। এবং যখনই সুযোগ হোক তার কাজ হলো ব্রেকথ্রু এনে দেয়া।’