promotional_ad

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পন্টিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

ব্রেন্ডন ম্যাককালামের 'বাজবল' তত্ত্বে সাদা পোশাকের ক্রিকেটে সফলতার মন্ত্র খুঁজে পেয়েছে ইংল্যান্ড। গত এক বছরে তার অধীনে ১৮টি ম্যাচ খেলে ১২ টিতে জিতেছে ইংল্যান্ড। কেমন হতো যদি ইংল্যান্ডের লাল বলের কোচ হতেন রিকি পন্টিং।


ব্যাপারটা উদ্ভট শোনা গেলেও এমনটাই হওয়ার জোর সম্ভাবনা ছিল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং জানিয়েছেন ম্যাককালামের আগে তাকেই কোচ হওয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।


promotional_ad

সম্প্রতি ক্রিকেট গেরিলা ক্রিকেটকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পন্টিং। ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কি নাকি প্রথম কলটা তাকেই দিয়েছিলেন। এ প্রসঙ্গে পন্টিং বলেন, ‘ব্রেন্ডন চাকরিটা নেওয়ার আগে আমাকে বলা হয়েছিল। আপনারাই হয়তো এটি প্রথম জানলেন, তবে দায়িত্ব নেওয়ার পরপরই রবার্ট কির কাছ থেকে আমি কয়েকটি কল পেয়েছিলাম।’


আরো পড়ুন

নাইটহুড পাচ্ছেন জেমস অ‍্যান্ডারসন

১২ এপ্রিল ২৫
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে জেমস অ্যান্ডারসন, ফাইল ফটো

পন্টিং কেন সেই সময় ইসিবির প্রস্তাবে রাজি হননি সেটাও ব্যাখ্যা দিয়েছেন। কোচিংয়ের চাকরির জন্য দেশে বিদেশে ঘুরে বেড়াতে হবে। সেই সঙ্গে বাচ্চাদের স্কুলের কারণে তারাও ঘুরে বেড়াতে পারবে না। এ কারণেই কোচিংয়ের প্রতি আগ্রহী হননি অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা এই অধিনায়ক।


তিনি বলেছেন, ‘জীবনের যে পর্যায়ে আছি, তাতে পূর্ণ মেয়াদে আন্তর্জাতিক কোচিংয়ের চাকরি নেওয়ার জন্য আমি প্রস্তুত নই। যতটা ভ্রমণ করেছি, এখন বাচ্চাদের থেকে আগের মতো অতটা দূরে থাকতে চাই না। এমনকি ব্রেন্ডনের সঙ্গেও কথা বলে দেখেছি, তার পরিবার আজ মাত্র এসে পৌঁছাচ্ছে। যখন আপনার স্কুলে যাওয়ার মতো সন্তান থাকবে, আমি তাদের নিয়ে এদিক-ওদিক যেতে চাইনি।’


বর্তমানে পন্টিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসাবে আছেন। ফলে তাকে দুই মাসের মত সময় দলটির সঙ্গে কাটাতে হয়, ফলে বাকি সময় তিনি ধারাভাষ্যকার হিসাবে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে পারেন। বাকি সময়টা পরিবারের সঙ্গেই কাটান অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball