লর্ডসেও মঈনে ভরসা রাখতে চান ম্যাককালাম

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন
২৭ মার্চ ২৫
অবসর ভেঙে টেস্টে ফিরলেও একেবারে মনে রাখার মতো পারফরম্যান্স করতে পারেননি মঈন আলী। যদিও অভিজ্ঞ এই অলরাউন্ডারের পারফরম্যান্সে খুশি ব্রেন্ডন ম্যাককালাম। ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ জানিয়েছেন, ফিট থাকলেও লর্ডসেও খেলবেন মঈন।
রঙিন বলে মনোযোগ দিতে ২০২১ সালের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট ছেড়েছিলেন মঈন। এরপর থেকে ইংল্যান্ডের সংক্ষিপ্ত সংস্করণের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছিলেন তিনি। কদিন আগে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জিতে দেশে ফেরেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
পরিবারের সঙ্গে ছুটি কাটাতে সব টিকিটও বুক করে রেখেছিলেন ইংলিশ এই ক্রিকেটার। তবে জ্যাক লিচের হঠাৎ ইনজুরিতে মঈনকে ফেরাতে বাধ্য হয় ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অধিনায়ক বেন স্টোকস ও কোচ ম্যাককালামের চাওয়াতেই মূলত টেস্ট ফেরানো হয় মঈনকে।

যদিও স্টোকসের প্রস্তাব প্রথম উচ্চস্বরে হেসে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ঠিকঠাক আলোচনা সেরে ২০ মাস পর লাল বলের ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন মঈন। অবসর ভেঙে শেষ পর্যন্ত এজবাস্টন টেস্টও খেলেছেন ৩৬ বছর বয়সি এই অলরাউন্ডার।
কয়েক সপ্তাহ সময় চাইলেন ম্যাককালাম
২ মার্চ ২৫
অ্যাশেজের প্রথম টেস্টের দুই ইনিংস মিলে বল হাতে ২০৪ রান দিয়ে মাত্র ৩ উইকেট পেয়েছিলেন। ব্যাট হাতেও খুব একটা সফল ছিলেন না বাঁহাতি এই ব্যাটার। প্রথম ইনিংসে ১৮ রান করা মঈন ইনিংসে করেছিলেন ১৯ রান। তবে মঈনকে নিয়ে আশার কথাই শুনিয়েছেন ম্যাককালাম।
এদিকে অনেকদিন পর লাল বলে বোলিং করায় আঙুলে চোট পেয়েছেন মঈন। তবে অভিজ্ঞ এই অলরাউন্ডার ফিট থাকলে লর্ডসেও দেখা যাবে তাকে। ম্যাককালাম বলেন, ‘আশা করি আমরা মঈনের সেরাটা পাবো। পরের ম্যাচে এটি আমাদের তাকে নির্বাচন করতে সুযোগ দেবে।’
‘সে যদি ঠিক থাকে তাহলে লর্ডসে তাকে নির্বাচিত করা হবে। আমার মনে হয় সে দারুণ কাজ করেছে (এজবাস্টন টেস্টে)। বেশ কয়েকটি দারুণ ডেলিভারি করেছে, যা আসলে তার কাজ। এবং যখনই সুযোগ হোক তার কাজ হলো ব্রেকথ্রু এনে দেয়া।’
বাজবল ক্রিকেট খেলে সবশেষ ১২ মাসে দারুণভাবে সাফল্য পেয়েছে ইংল্যান্ড। তবে এজবাস্টন টেস্টের প্রথম দিনেই প্রথম ইনিংস ঘোষণা করায় স্টোকস ও ম্যাককালামের সমালোচনা করেছেন অনেক সাবেক ক্রিকেটার। শেষ পর্যন্ত ইংল্যান্ড ম্যাচ হারায় সমালোচনা খানিকটা বেশি হয়েছে। যদিও বাজবল থেকে সরে আসতে চান না স্টোকস ও ম্যাককালাম।