promotional_ad

ফরম্যাট ভিন্ন তাই সতর্ক বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একমাত্র টেস্টে আফগানিস্তানকে নিয়ে 'ছেলেখেলা' করলেও সীমিত ওভারের ক্রিকেটে তাদের হালকা চোখে দেখছে না বাংলাদেশ। আসন্ন ওয়ানডে সিরিজে সফরকারী দলের বোলারদের সামলানো কঠিন হবে বলে মনে করেন চান্দিকা হাথুরুসিংহে। বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা সাজাতে চান বাংলাদেশের প্রধান কোচ।


মিরপুরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে শনিবার ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে হারে আফগানিস্তান। যদিও চোটের কারণে সফরকারী দলে ছিলেন না বোলিংয়ের মূল অস্ত্র রশিদ খান। তবে ওয়ানডে সিরিজের দলে আছেন এই লেগ স্পিনার।


promotional_ad

আরও দুই স্পিনার মোহাম্মদ নবি, মুজিব উর রহমান ও পেসার ফজলহক ফারুকিকে নিয়ে বেশ শক্তিশালী তাদের বোলিং আক্রমণ। দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে গত বছর বাংলাদেশ সফরে এসে ২-১ ব্যবধানে হেরেছিল আফগানিস্তান।


চট্টগ্রামে শেষ ম্যাচে বাংলাদেশকে ১৯২ রানে গুটিয়ে ৭ উইকেটের জয় পেয়েছিল তারা। একই মাঠে আগামী ৫ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আফগানিস্তানের পূর্ণ শক্তির দলের বিপক্ষে চ্যালেঞ্জের প্রশ্নে রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে জানান তার ভাবনার কথা।


আফগানদের বোলিং সামলানো কঠিন হলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা এগিয়ে থাকবে বলে মনে করেন তিনি। হাথুরুসিংহে বলেন, 'অবশ্যই ওয়ানডে ক্রিকেটে বোলিংয়ের দিক থেকে তারা সেরা দলগুলোর একটি। মতাদের বোলিং বড় হুমকি। তাদের বিপক্ষে পরিকল্পনা সাজানোর সময় আমরা বিষয়টি অবশ্যই মাথায় রাখব। আমার মনে হয়, আমাদের ব্যাটসম্যানরা কিছুটা এগিয়ে থাকবে।' আরও যোগ করেন তিনি।


গতকাল শেষ হয়েছে একমাত্র টেস্ট। এদিন ঘোষণা করা হয় ওয়ানডে স্কোয়াড। ৫ জুলাই থেকে শুরু ৫০ ওভারের সিরিজ। এরপর ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই গড়াবে বাকি দুই ওয়ানডে। ১২ তারিখ চট্টগ্রাম থেকে সিলেটের বিমান ধরবে দুই দল।


পরদিন সকালে অনুশীলনে নামবে সাকিব আল হাসানের সংক্ষিপ্ত ফরম্যাটের দল, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত করবে অনুশীলন। ২-৫ টা পর্যন্ত আফগানিস্তানের জন্য অনুশীলনের সময়। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পূর্ণাঙ্গ এই সফর শেষে ১৭ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগানরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball