promotional_ad

শুধু আগ্রাসন নয়, পারফরম্যান্সও থাকতে হবে: গাঙ্গুলি

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের ফাইনাল কলকাতাতেই হবে, বিশ্বাস গাঙ্গুলির

১৮ মে ২৫
কলকাতায় একটি অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি

ফেভারিট হিসেবে শুরু করলেও নক আউটে গিয়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারে না ভারত। যার ফলে সবশেষ ১০ বছরে দেখা মেলেনি আইসিসি শিরোপার। সৌরভ গাঙ্গুলি মনে করেন, আইসিসির টুর্নামেন্টে নক আউট ম্যাচ জিততে আগ্রাসনের সঙ্গে পারফরম্যান্সও লাগবে।


২০১৩ সালের পর আইসিসির কোনো টুর্নামেন্টে শিরোপা জিততে পারে???ি ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরের ফাইনালে উঠলেও শিরোপা খরা কাটাতে পারেনি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার কাছেও ফাইনালে হারতে হয়েছে তাদের।


অথচ দ্বিপাক্ষিক সিরিজে কি দারুণ ছন্দেই না ছিল ভারত। দ্বিপাক্ষিক সিরিজে ভালো করলেও আইসিসির টুর্নামেন্টে গিয়ে খেই হারিয়ে ফেলছেন রোহিতরা। আইসিসির টুর্নামেন্টে নক আউট ম্যাচ জিততে ভারতের কি করা উচিত?


promotional_ad

এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল গাঙ্গুলির কাছে। স্টার স্পোর্টসের ‘ফলো দ্য ব্লুস’ অনুষ্ঠানে ভারতের সাবেক অধিনায়ক জানিয়েছেন, শুধু আগ্রাসন দিয়ে হবে না সঙ্গে পারফরম্যান্সটাও গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে নিজেদের সময়কার উদাহরণ দিয়েছেন তিনি।


আরো পড়ুন

‘কাউকে সুযোগ দেয়া যাবে না যাতে আপনাকে দল থেকে বের করে দেয়’

১৩ ঘন্টা আগে
সরফরাজ খান (বামে) ও সুনীল গাভাস্কার (ডানে)

এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘আগ্রাসন ঠিক আছে কিন্তু আপনার তো পারফরম্যান্সও লাগবে। আপনি ২০০১ থেকে ২০০৬ এই সময়ের ৫-৬ বছর দেখেন তাহলে দেখবেন ভারত বড় বড় ভেন্যুতে ৫০০-৬০০ করে রান করেছে। সেটা সিডনি, ব্রিসবেন, হেডিংলি, নটিংহ্যাম, ওভার, পেশওয়ার, ইসলামাবাদ কিংবা লাহোর হোক না কেন। এজন্য তারা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পারতো।’


টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ইনিংসে ৪৬৯ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুরের ব্যাটারের ওপর ভর করে ২৯৬ রান করতে পারে ভারত। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে রোহিতরা থেমেছে ২৩৪ রানে।


যার ফলে শিরোপা খোওয়াতে হয়েছে ভারতকে। গাঙ্গুলি মনে করেন, ম্যাচে থাকতে হলে ভারতকে প্রথম ইনিংসে ৩৫০ থেকে ৪০০ রান করতে হবে। তবে ভারতের সাবেক অধিনায়ক এটাও মানছেন যে সবশেষ ১০ বছরে ক্রিকেটে পরিবর্তন হয়েছে।


গাঙ্গুলি বলেন, ‘আমার মনে হয় ভারতকে কোথাও না কোথাও এটা করতে হবে। আমি বুঝতে পারি ক্রিকেট ১০ বছর আগে যা ছিল তা থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। পরিস্থিতি এবং উইকেটের পরিবর্তন হয়েছে। কিন্তু ভারতকে প্রথম ইনিংসে ৩৫০-৪০০ রান করার দিকে খেয়াল রাখতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball