promotional_ad

গত ১০ বছরের সাফল্য ফ্লুক নয়: খাওয়াজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

ইংল্যান্ডের মাটিতে ব্যাটিংয়ের রেকর্ড ভালো না থাকায় সেখানে শেষবারের তিনটি অ্যাশেজের দুটিতেই সুযোগ পাননি উসমান খাওয়াজা। এবার এজবাস্টন টেস্টে সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের কথা আবারও জানান দিয়েছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। সেঞ্চুরির পর বু???ো উল্লাস করেছেন সেই কারণেই।


ইনিংসের ৬৯তম ওভারের সময় ৯৮ রানে ক্রিজে ছিলেন খাওয়াজা। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের বলে লেট কাট খেলে চিরাচরিত উদ্‌যাপনের জন্য দৌড় দেন তিনি। ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরির বুনো উল্লাস তার অন্যান্য সেঞ্চুরির চাইতে ছিল অনেকটাই আলাদা।


promotional_ad

অথচ অ্যাশেজের প্রথম টেস্টের আগপর্যন্ত ইংল্যান্ডের মাটিতে খাওয়াজার গড় ছিল ১৭.৭৮। এ কারণে ইংল্যান্ডে শেষ তিনটি অ্যাশেজের দুটিতেই দলে ছিলেন না তিনি। এবারের সেঞ্চুরিতে তাই নিজেকে আবারও প্রমাণ করেছেন এই ওপেনার।


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

ম্যাচের দ্বিতীয় দিন শেষে খাওয়াজা বলেন, ‘সত্যি বলতে এমন উদ্‌যাপনের কারণ আমি জানি না। হতে পারে ইংল্যান্ডের তিনটি অ্যাশেজে সফরের দুটি থেকেই বাদ পড়েছিলাম এ কারণে। আর মিডিয়ায় আমি চোখ রাখি না। মাঠে নামার সময়, নেটে ব্যাটিং করতে যাওয়ার সময় দর্শকেরা বলছিল, আমি ইংল্যান্ডে রান করতে পারি না, তাই হয়তো স্বাভাবিকের চেয়ে আবেগটা একটু বেশি ছিল।’


‘এটা আমি বারবার বলছি, ভারতেও এমনটা হয়েছে। এমন না যে আমার নিজেকে প্রমাণ করতে হবে। তবে গত ১০ বছরের সাফল্য যে অপ্রত্যাশিত ছিল না, সেটা অস্ট্রেলিয়ার হয়ে রান করে দেখিয়ে দেওয়াটা দারুণ কিছুই।’

এজবাস্টনে ক্যারিয়ারের পঞ্চদশ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে নিয়ে এগিয়ে চলেছেন খাওয়াজা। অসাধারণ ব্যাটিংয়ে দুটি ছয় আর ১৪টি চারে ১২৬ রানে অপরাজিত আছেন এই ওপেনার। দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত তার সঙ্গী ছিলেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। তিনি আছেন একটি ছক্কা ও ৭টি চারে ৫২ রানে।


নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ৩১১ রান তুলেছে অস্ট্রেলিয়া। যদিও প্রথম ইনিংসে ৩৯৩ রান করা ইংল্যান্ডের চাইতে এখনও ৮২ রানে পিছিয়ে আছে সফরকারীরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball