promotional_ad

খাওয়াজার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জবাব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

ইংল্যান্ডের মাটিতে উসমান খাওয়াজার প্রথম সেঞ্চুরিতে লড়াই চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ৩১১ রান তুলেছে সফরকারীরা। যদিও প্রথম ইনিংসে ৩৯৩ রান করা ইংল্যান্ডের চাইতে এখনও ৮২ রানে পিছিয়ে আছে তারা।


এজবাস্টনে ক্যারিয়ারের পঞ্চদশ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে চলেছেন খাওয়াজা। অসাধারণ ব্যাটিংয়ে দুটি ছয় আর ১৪টি চারে ১২৬ রানে অপরাজিত আছেন এই ওপেনার। দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত তার সঙ্গী ছিলেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। তিনি আছেন একটি ছক্কা ও ৭টি চারে ৫২ রানে।


দ্বিতীয় দিনের শুরুটা দেখেশুনেই করেন ডেভিড ওয়ার্নার এবং খাওয়াজা। যদিও একাদশ ওভারে স্টুয়ার্ট ব্রডের অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে আনেন ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালের অ্যাশেজে ওয়ার্নারকে ৭ বার আউট করেছিলেন ব্রড।


promotional_ad

এবার শুরুতেই বাঁহাতি এই ব্যাটারকে ফেরালেন ব্রড। সব মিলিয়ে ফেরালেন ১৫ বার। পরের বলেই মারনাস ল্যাবুশেনকে ফেরান ব্রড। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথে করা সেই ডেলিভারিটি সুইং করে বেরিয়ে যাচ্ছিল, আর তখনই ব্যাট চালিয়ে দেন ল্যাবুশেন। ফলে জনি বেয়ারস্টোর দারুণ ক্যাচে ফিরে যান তিনি।


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

টেস্ট ক্যারিয়ারে এবারই প্রথম গোল্ডেন ডাকের স্বাদ পেয়েছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটার। ২৯ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে অজিরা। থিতু হয়ে ফিরে যান স্টিভ স্মিথও। স্টোকসের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে তারকা এই ব্যাটসম্যানকে ফেরায় ইংলিশরা।


৬৭ রানে ৩ উইকেট পড়ে যায়। আর তখনই ইংল্যান্ডের সামনে দুর্গ গড়েন খাওয়াজা এবং ট্রাভিস হেড। তাদের জুটিতে দ্রুত রান আসে। অবসর ভেঙে টেস্টে ফেরা মঈন আলীর অফ স্পিনেই ভাঙে তাদের ৮১ রানের জুটি।


উইকেট ছেড়ে বেরিয়ে এসে উড়িয়ে খেলার চেষ্টায় ব্যর্থ হন হেড। শর্ট মিড উইকেটে জ্যাক ক্রলির হাতে ধরা পড়েন তিনি। ততক্ষণে অবশ্য হাফ সেঞ্চুরি হয়ে গেছে তার। কয়েকদিন আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করা এই ব্যাটার এদিন করেন ৬৩ বলে ৫০ রান।


তারপর ক্যামেরন গ্রিনের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন খাওয়াজা। গ্রিন ৩৮ রানে মঈনের বলে বোল্ড হলে এই জুটি ভাঙে। এরপরের ওভারেই কাঙ্খিত সেঞ্চুরি পান খাওয়াজা। অ্যাশেজে এটা তার চতুর্থ সেঞ্চুরি, বাকি তিনটিই ছিল ঘরের মাঠে।


দিনের শেষভাগে হাফ সেঞ্চুরির দেখা পান ক্যারিও। খাওয়াজার সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটি ৯১ রানের। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ব্রড এবং মঈন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball