promotional_ad

তাসকিনদের বিপক্ষে নেটে ব্যাটিং করতেও কষ্ট হয় লিটনদের

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন

১৩ এপ্রিল ২৫
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

সবশেষ কয়েক বছরে দারুণভাবে উন্নতি করেছেন বাংলাদেশের পেসাররা। যার ফল পেতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেট। তাসকিন আহমেদ-ইবাদত হোসেনরা ক্রমশই প্রতিপক্ষের ভয়ের কারণ হয়ে উঠছেন। পেসারদের উন্নতির কথা বলতে গিয়ে লিটন জানান, নেটে তাসকিনদের খেলতে বেগ পেতে হয় তাদের।


গেল কয়েক বছরে বাংলাদেশের যেন পেস বিপ্লব ঘটেছে। যদিও ঘরের মাঠে টেস্ট জিততে বাংলাদেশের আস্থা সেই পুরোনো স্পিন নির্ভর উইকেটই। মিরপুরের নিচু ও বাঁক খাওয়া উইকেটে এমন কিছু আসলে একেবারে দোষের কিছু না। তবে নিজেরা উন্নতি করে দেশের মাটিতে উইকেট তৈরিতে ভালোই প্রভাব রাখছেন পেসাররা।


মিরপুরে একজন মাত্র পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ, এমন ম্যাচের সংখ্যা অহরহ। যদিও সেটা ক্রমশই বদলে যেতে শুরু করেছে। ভারতের বিপক্ষে সিরিজে দুজন পেসার খেলিয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সংখ্যাটা তিন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও কমেনি সংখ্যাটা। টিম ম্যানেজমেন্টের আস্থা প্রতিদান দিয়েছেন তারা।


promotional_ad

১৮ উইকেটের মাঝে ১৪টিই নিয়েছেন তাসকিনরা। বাংলাদেশের পেসাররা কতটা উন্নতি করেছে সেটার প্রমাণ মিলেছে লিটন দাসের কথায়। বাংলাদেশের পেসারদের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক জানান, তাসকিনদের নেটে খেলতে বেগ পেতে হয় তাদেরও। তাতে করে নিজেদের প্রস্তুতিটা ভালো হচ্ছে বলে জানান তিনি।


আরো পড়ুন

টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন

৮ এপ্রিল ২৫
সাদা পোশাকে তানজিম হাসান সাকিব

লিটন বলেন, ‘ওরা কত ভালো করছে, সেটা পিচ ম্যাপেই বোঝা যায়। ওরা এখন কাভার পয়েন্ট ছাড়া বল করছে। ওদের বিপক্ষে আমাদের নেটে ব্যাটিং করতেও কষ্ট হয়। তাতে আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে। এটা ধরে রাখতে পারলে নতুনেরা আরও আগ্রহী হবে।’


ম্যাচ শেষে মিরপুরের উইকেটের প্রশংসা করেছেন তাসকিন। প্রথম ইনিংসে চার উইকেট নেয়ার পর ইবাদত হোসেন জানিয়েছিলেন, বাংলাদেশে এর আগে এমন উইকেট দেখেননি। উইকেটে পেসারদের জন্য যে বাড়তি সুবিধা ছিল সেটা মাঠের খেলাতেই পরিস্কার।


ভবিষ্যতেও বাংলাদেশ এমন উইকেট তৈরি করবে কিনা তা জানতে চাওয়া হয়েছিল লিটনের কাছে। বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক অবশ্য জানিয়েছেন, সেটা নির্ভর করছে প্রতিপক্ষের শক্তি আর দূর্বলতার উপর। ঘরের মাঠের সুবিধা নেয়ার জন্য যেটা করা প্রয়োজন সেটাই করা হবে বলে জানান তিনি।


লিটন বলেন, ‘এটা নির্ভর করছে আমরা কার সঙ্গে খেলছি। এমন না যে শুধু স্পিন উইকেটে খেলব বা শুধু পেস উইকেটে খেলব। যার সঙ্গে খেলব তাদের শক্তি, দুর্বলতা সব কিছু পর্যালোচনা করে…যেটা মানুষ করে হোম এডভান্টেজ নেওয়া। এটাই করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball