এমন উইকেটে আরও খেলতে চান তাসকিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ
১২ ঘন্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ ওভার বল করেও কোনো উইকেট পাননি তাসকিন আহমেদ। ইনজুরিতে থেকে ফেরা এই পেসারের মধ্যে কিছুটা জড়তাও ছিল। তবে দ্বিতীয় ইনিংস স্বরূপে ফিরেছেন তাসকিন। ৪ উইকেট নিয়ে আফগানিস্তানের ইনিংস ধসিয়ে দিয়েছেন তিনিই।
তার বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন হাসমতউল্লাহ শহীদি ও জাহির খান। ফলে বোঝাই যাচ্ছে কতটা আগ্রাসন নিয়ে বোলিং করেছেন এই টাইগার পেসার। যদিও দিন শেষে ৫ উইকেট না নেয়ায় কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন তাসকিন।

তিনি বলেছেন, 'না না মন খারাপ না (৫ উইকেট)। প্রথম ইনিংসে আমি স্ট্রাগল করছিলাম ইনজুরি থেকে এসেছে। তো আল্লাহর রহমতে দ্বিতীয় ইনিংসে আমার রিদম আগের চেয়ে ভালো। আলহামদুলিল্লাহ এটাই অনেক কিছু।'
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
বাংলাদেশ এবারই ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্টে পরিপূর্ণ পেস বান্ধব উইকেটে খেলেছে। এই ম্যাচে মোট ৩৩ টি উইকেট পড়েছে। এর মধ্যে পেসাররাই নিয়েছেন ২১ উইকেট। আর ১৮ উইকেটের মধ্যে বাংলাদেশের পেসাররাই নিয়েছেন ১৪ উইকেট। এমন উইকেট পেয়ে দারুণ আনন্দিত তাসকিন।
উইকেটের প্রশংসা করে তিনি বলেন, 'আল্লাহর রহমতে স্পোর্টিং কন্ডিশন ছিল, ব্যাটিং বোলিং দুটাতেই হেল্প ছিল। ভালো লাগছে যে একটা ভালো মার্জিনের জয় হয়েছে। দুই বিভাগে দারুণ ক্রিকেট খেলে বড় একটি জয় পেয়েছি আমরা। খুব ভালো লাগছে, এ জয়ে দলের সঙ্গে থাকতে পেরে।'
বাংলাদেশ দলে এখন এক ঝাঁক পেসার রয়েছে। তাসকিনের সঙ্গে ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদরা। তাদের পারফরম্যান্সের ভর করে সাম্প্রতিক সময়ে অনেক জয় পেয়েছে টাইগাররা। এই টেস্টেও ইবাদত-তাসকিন-শরিফুলরা দারুণ পারফরম্যান্স করেছেন। ভবিষ্যতেও এমন উইকেটে খেলতে চান তাসকিন।
তিনি বলেন, 'আল্লাহর রহমতে ফাস্ট বোলাররা আগের চেয়ে ভালো অবস্থানে আছে এবং উন্নতি করছে দেখেই এরকম উইকেট করার সাহস হয়েছে। এক্সিকিউশনও করেছি দারুণভাবে। সামনে আরও চাইব এরকম স্পোর্টিং কন্ডিশনই হোক, তাহলে আমাদের জন্য ভালো হবে ব্যাটিং-বোলিং দুই বিভাগে।'